কার্ডলেস ক্যাশ উইথড্রল! এবার ATM থেকে টাকা তুলতে গেলে আর লাগবে না ডেবিট কার্ড, কাজ হবে G-pay, PhonePe-এর মাধ্যমেই

এবার এটিএম থেকে টাকা তোলা হবে আরও সহজ। ডেবিট কার্ডের দরকার পড়বে না টাকা তুলতে। সরাসরি কার্ডলেস ক্যাশ উইথড্রল করতে পারবেন আপনি। এবার এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি আরও উন্নত করা হচ্ছে।
সম্প্রতি, এনসিআর কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে তারা দেশের সমস্ত এটিএম মেশিন উন্নত করছে। এই আপগ্রেডেশনের মাধ্যমে দেশের এবার প্রথমবার চালু হতে চলেচক্সহে কার্ডলেস ক্যাশ উইথড্রল পরিষেবা। এই পরিষেবা হতে চলেছে সম্পূর্ণ UPI ভিত্তিক। G-pay, PhonePe থেকে শুরু করে নানান ধরণের UPI প্ল্যাটফর্মের মাধ্যমে এবার এটিএম থেকে টাকা তোলা যাবে।
ডেবিট কার্ড ছাড়াই যদি এটিএম থেকে টাকা তোলা যায়, তাহলে যা গ্রাহকদের জন্যও বেশ সুবিধাজনক হবে। কারণ অনেক সময়ই এমন হয় যে এটিএম কাউন্টারে গিয়ে আমরা দেখি যে ডেবিট কার্ড কাজ করছে না। বা আবার এমনও হয় যে কার্ড হারিয়ে গিয়েছে বা ডিক্লাইনড দেখানো হচ্ছে। সেক্ষেত্রে UPI ভিত্তিক অ্যাপের মাধ্যমে সহজেই এটিএম থেকে টাকা তোলা যাবে।
তবে এর জন্য কিছু শর্তাবলী রয়েছে,
এক, আপনাকে এমন একটি এটিএম কাউন্টারে যেতে হবে যেখানে এই UPI পরিষেবা উপলব্ধ।
দুই, আপনার ফোনে অবশ্যই কোনও একটি UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপ অর্থাৎ G-pay, PhonePe, Paytm বা Amazon Pay-এর মতো কোনও একটি অ্যাপ থাকতে হবে।
তিন, ফোনে অবশ্যই সক্রিয় ও হাই-স্পিডের ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।
এবার দেখে নেওয়া যাক কীভাবে UPI-ভিত্তিক অ্যাপের সাহায্যে এটিএম থেকে টাকা তুলবেন-
- প্রথমেই আপনাকে এটিএম মেশিন থেকে ক্যাশ উইথড্রল অপশনটি বেছে নিতে হবে।
- এরপর এটিএম মেশিনের স্ক্রিন থেকে UPI অপশনটি বাছতে হবে।
- এরপর এটিএম স্ক্রিনে একটি কিউআর কোড দেখানো হবে।
- এবার যে কোনও একটি UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপ ফোন থেকে খুলে কিউআই কোড স্ক্যানারটি অন করতে হবে।
- কোডটা স্ক্যান করা হয়ে গেলে, আপনি কত টাকা তুলতে চাইছেন, সেই সংখ্যাটা বসিয়ে দিন।
- এরপর প্রসিড অপশনে ক্লিক করুন ও টাকা তোলার জন্য আপনার UPI পিন কোডটি দিন।
বলে রাখি, আপাতত এই UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপের মাধ্যমে এটিএম থেকে ৫০০০ টাকা পর্যন্তই তুলতে পারবেন।