পুজোর সময় বাজার কাঁপাবে এই ৪ গাড়ি, লঞ্চের আগে জেনে নিন গাড়ির দুর্ধর্ষ ফিচার্স

বিগত কয়েক মাসে দারুণ দারুণ মডেলের কিছু গাড়ি লঞ্চ হয়েছে। সেই কারণে চারচাকা নিয়ে মানুষের উত্তেজনার শেষ নেই। গাড়ি কেনার দিকে ঝুঁকেছে গ্রাহক। তবে তাদের উত্তেজনার এখানেই শেষ নয়। কারণ পুজো বা দীপাবলির সময় বাজার কাঁপাতে আসছে দারুণ দারুণ কিছু গাড়ি।
Hyundaui, Hero-র মতো নানান গাড়ি প্রস্তুতকারী সংস্থা নিজেদের নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে পুজোর সময়। সেই কারণে এবারে পুজো কাটবে একেবারে জমজমাটি। কোন কোন গাড়ি লঞ্চ হতে চলেছে পুজোর সময়, দেখে নেওয়া যাক-
Citroen C3 Aircross
Citroen C3 Aircross একটি SUV যা সম্প্রতি উন্মোচিত হয়েছে বাজারে। কম্প্যাক্ট ডিজাইনের এই গাড়ি অল্প দিনের মধ্যে ভারতে দারুণ সাড়া ফেলেছে। জানা গেছে, ৫ ও ৭ আসন এই দুই বিকল্পে হাজির হতে পারে C3 Aircross, ক্রোম এবং পিয়ানো ব্ল্যাকের মিশেলে থাকবে গাড়ির ইন্টিরিয়র। মিলবে এলইডি লাইটিং। ফিচার্সের ক্ষেত্রে থাকবে ১০ ইঞ্চি টাচস্ক্রিন এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, শক্তিশালী পারফরম্যান্সের জন্য মিলবে ১.২ লিটার টার্বো চার্জড ইঞ্জিন। চলতি বছরেই লঞ্চ হবে এই গাড়ি।
Honda Elevate
জুন মাসেই নতুন গাড়ি উন্মোচন করেছে জাপানের অটোমোবাইল সংস্থা হন্ডা। ভারতীয় বাজারে অনেকদিন পর একদম নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে এই সংস্থা। ইতিমধ্যে এই SUV Honda Elevate এর বুকিং শুরু হয়ে গিয়েছে বাজারে। ৫,০০০ টাকা টোকেন মূল্যের বিনিময়ে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুকিং চালু হয়েছে এই গাড়ির। বাজারে এটি লঞ্চ হবে সেপ্টেম্বর মাস নাগাদ। ৪৫৮ লিটার বুট স্পেস থাকবে গাড়িতে। মিলবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, সানরুফ এবং ডাইনামিক কেবিন।
Hyundai i20 Facelift
আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয় এই গাড়ি। ভারতেও বেশ ভালো সংখ্যাতেই বিক্রি হয় হুন্ডাইয়ের এই হ্যাচব্যাক। তারই এবার ফেসলিফ্ট ভার্সন আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। এই গাড়িটি i20 এর তৃতীয় জেনারেশন হতে চলেছে। এই গাড়ির বিশেষ চমক হল পিয়ানো ব্ল্যাকের দারুণ ফ্রন্ট বাম্পার এবং বড় গ্রিল। থাকবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন , ইলেকট্রিক সানরুফ, ক্রুজ কন্ট্রোল সহ একগুচ্ছ বৈশিষ্ট্য। ২০২৩ সালেই লঞ্চ হতে চলেছে নতুন Hyundai i20 Facelift।
BYD Seal
ইলেকট্রিক গাড়ির জগতে অন্যতম নাম বিওয়াইডি। ভারতে এই সংস্থার বেশ কয়েকটি ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়। সাধারণত লং রেঞ্জের জন্য পরিচিত BYD। ২০২৩ সালের অটো এক্সপো অনুষ্ঠানে এই গাড়ি সামনে আনে BYD। আকর্ষণীয় কেবিনের সঙ্গে এতে থাকছে বিশাল বড় ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন। দাবি করা হয়েছে মাত্র ৩.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি তুলতে সক্ষম এই গাড়ি। ফুল চার্জে রেঞ্জ দিতে পারবে ৭০০ কিলোমিটার। টাটা নেক্সন ইভি ম্যাক্স-এর থেকেও বেশি রেঞ্জ দেবে এই গাড়ি।