কালিয়াগঞ্জের ধ’র্ষি’তা নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জের, সাসপেন্ড করা হল চার পুলিশ আধিকারিককে

কালিয়াগঞ্জে ধ’র্ষি’তা নাবালিকার মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জের। এই অভিযোগে সাসপেন্ড করা হল এএসআই পদমর্যাদার চার পুলিশ আধিকারিককে। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলবে বলে জানান পুলিশ সুপার সানা আখতার।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। কালিয়াগঞ্জে ছাত্রীকে ধ’র্ষ’ণ ও খুনের অভিযোগ ঘিরে গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে রাজ্যের নানান প্রান্তে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। দাবী ওঠে সিবিআই তদন্তের। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও।
সেই ভিডিওতে দেখা যায়, ওই নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন পুলিশকর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার পর তিনদিন পেরিয়ে গয়েছে। কিন্তু এখনও অগ্নিগর্ভ ওই এলাকা। আজ, সোমবারও পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান মৃতার পরিজন ও এবিভিপি সমর্থকরা।
এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার সানা আখতার। তিনি জানান যে কালিয়াগঞ্জের ওই নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ৪ পুলিশ আধিকারিককে। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলবে।
পুলিশের এই পদক্ষেপ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ওনাদের চারজনকে সাসপেন্ড করে কোনও লাভ নেই। কারণ ওনারা উপর মহলের নির্দেশ পালন করেছেন। তাই কাউকে সাসপেন্ড করার হলে এসপিকে করা প্রয়োজন”।