রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বড়সড় ভাঙন শাসক দলে! মালবাজারের ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিরোধী শিবিরে

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। চলছে সভা, পাল্টা সভা, আক্রমণ, প্রতি আক্রমণ সবই। এসবের মধ্যেই এবার বড়সড় ভাঙন ঘটে গেল রাজ্যের শাসক শিবিরে। মালবাজারের (Malbazar) ৫০টি পরিবার তৃণমূল (TMC) ছেড়ে যোগ দিলেন বিরোধী শিবিরে (opposition party)।

পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘটল এমন বড় দলবদল। তৃণমূল ছাড়লেন ৫০টি পরিবার। সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ করে দলত্যাগ করেন তারা। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার মালবাজার শহরে স্টেশন রোডে অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয়ে মালবাজার ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতে তাঁরা দলত্যাগ করেন।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতাধীন ঘর বণ্টন বিষয়কে কেন্দ্র করে মালবাজার বিডিও অফিসে ডেপুটেশন জমা করা হয় সিপিএমের মাল এরিয়া কমিটির তরফে। এরপরই এদিন সিপিএমের পার্টি অফিসেই তৃণমূলের ৫০টি পরিবার দল ছেড়ে সিপিএমে যোগ দেন।

এই যোগদান প্রসঙ্গে এক সিপিএম কর্মী বলেন, “তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন ছিলাম। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকলেও কোনও রকমের সুযোগ-সুবিধা আমরা পাইনি। আর্থিক দিক থেকে স্বচ্ছল ব্যক্তিরা পঞ্চায়েতের তরফে ঘর থেকে শুরু করে যাবতীয় সুযোগ-সুবিধা পেয়েছেন। দলেরই নেতারা সরকার থেকে গরিব মানুষের জন্য বরাদ্দ সুবিধা নিজেরাই দখল করে বসে আছেন। সেই কারণে দলের নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পুরনো দলেই ফিরে এলাম”। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এমন দলবদল যে শাসক দলকে চিন্তায় ফেলবে, তা বলাই বাহুল্য।

Back to top button
%d