সপ্তাহের শুরুতেই ভয়াবহ ঘটনা! ট্রেনে সামনে আচমকাই ঝাঁপ মহিলার, দ্বিখণ্ডিত হয়ে গেল দেহ

সপ্তাহের প্রথম দিনই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আ’ত্ম’ঘা’তী এক মহিলা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে আজ, সোমবার দুর্গানগর স্টেশনে। সকাল তখন ১০টা ৫০ মিনিট। সেই সময় দুর্গানগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আসছিল আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসতে দেখেই লাইনে ঝাঁপ দেন ওই মহিলা। ট্রেনের ধাক্কায় মহিলার দেহ দু’ভাগ হয়ে যায় বলে জানা গিয়েছে। মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
জানা গিয়েছে, মৃত মহিলার বাড়ি দুর্গানগর এলাকায়। এদিন স্টেশনে গ্যালোপিং আপ হাসনাবাদ লোকাল ঢুকছিল। সেই সময় ওই মহিলা ১ নম্বর লাইন দিয়ে ২ নম্বর লাইনের দিকে এগিয়ে যান। সেই সময় অনেকেই ভেবেছিলেন হয়ত তিনি লাইন পার করার জন্য যাচ্ছেন। কিন্তু আচমকাই ট্রেন কাছে আসতেই লাইনের ওপর ঝাঁপিয়ে পড়েন ওই মহিলা। স্থানীয় সূত্রের দাবী, পারিবারিক কারণেই তিনি আ’ত্ম’হ’ত্যা করেছেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বেলা ১১টার পরও ওই লাইনেই পড়েছিল দেহ। এই দুর্ঘটনার কারণে ওই স্টেশনের ২ নম্বর লাইন ও দমদম-বারাসাত আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশকে খবর দেওয়া হয়। ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটায় বেশ চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।