রাজ্য

মেনে নিতে পারেন নি ভারতের হার, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল হারতেই শোকে গলায় ফাঁস দিয়ে আ’ত্ম’ঘা’তী যুবক

গতকাল, রবিবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এই হারে মন ভেঙেছে গোটা দেশবাসীর। ম্যাচ হারার পর কেউ কেউ হাউহাউ করে কেঁদেছেন, তো কেউ আবার দুঃখ পেয়ে চুপ হয়ে গিয়েছেন। ভারতের এই হার মেনে নিতে পারেন নি বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের এক যুবক। সেই শোকেই আ’ত্ম’হ’ত্যা করলেন তিনি।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে। সেখানকার এক বছর ২৩-এর যুবক রাহুল লোহার ক্রিকেটের অন্ধ ভক্ত। গোটা দেশবাসীর মতো তিনিও ভেবেছিলেন এবারের বিশ্বজয় করবে ভারতই। কাপ এবার দেশের বাইরে যাবে না। তা উঠবে রোহিত-বিরাটদের হাতেই। কিন্তু তা আর হল না।

পরিবার সূত্রে খবর, একটি শাড়ির দোকানে কাজ করতেন রাহুল। ভারতের কোনও খেলা দেখা থেকে বিরত থাকতেন না তিনি। ফাইনাল খেলা দেখার জন্য রবিবার কাজেও যান নি। বেলিয়ারোড়ের সিনেমা হলে প্রোজেক্টারে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন রাহুল। কিন্তু কোটি কোটি দেশবাসীর মতোই স্বপ্নভঙ্গ হয় তাঁরও। ভারতের হার দেখে মনে বড় ধাক্কা পেয়েছিলেন রাহুল।

এরপর বাড়ি এসে সেই শোকের কারণেই আ’ত্ম’ঘা’তী হন ওই যুবক। রাত ১১টার নাগাদ তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় তাঁর ভাই। এরপর রাহুলের দেহ উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বেলিয়াতোড় হাসপাতালে। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেলিয়াতোড় থানার পুলিশ রাহুলের দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

কী জানাচ্ছে রাহুলের পরিবার?

রাহুলের আ’ত্ম’হ’ত্যার বিষয়ে তাঁর পরিবারের এক সদস্য জানান, “ও ভারতকে খুব সমর্থন করত। কাল ভারতের হেরে যাওয়া ও সহ্য করতে পারেনি। ঘরের চালের মধ্যে গলায় দড়ি দেয়। বাড়িতে তখন কেউ ছিল না। ওর ভাই বাড়িতে ছিল না। বাবা-মা অন্য দিকে ছিল। ওর ভাই এসে দেখে রাহুল ঝুলছে। ও খুব ভালো ছেলে ছিল। সবাই ওকে ভালবাসত। কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল না। একটা কাপড়ের দোকানে কাজ করত”।

Back to top button
%d