রাজ্য

WB Election 2021: ইমাম ভাতার জন্য নয়, কর্মসংস্থানের জন্য আওয়াজ তুলুন! ভোটযুদ্ধে জনতার কাছে আবেদন আব্বাসের

আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক তিনি। তিনি আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী। এবার ইমাম ভাতার পরিবর্তে কর্মসংস্থানের দাবি জানানোর জন্য জনতার কাছে আবেদন করলেন তিনি l

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর ইমাম ভাতা চালু করেছিল মমতা সরকার। এই নিয়ে রাজ্য সরকারের দিকে পক্ষপাতিত্বের, সংখ্যালঘু’ তুষ্টিকরনের আঙুল উঠেছে বারবার। তকমা ঘোচাতে এর পর পুরোহিত ভাতাও চালু করে পশ্চিমবঙ্গ প্রশাসন। তবে টাকার পরিমানে পার্থক্য রয়েই গেছে।

আরও পড়ুন-ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ

আর এবার এই ইমাম ভাতা নিয়ে বিধানসভা নির্বাচনের জনসভা থেকে প্রকাশ্যে তোপ দাগলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকী। বললেন, এই ধরনের ভাতার পরিবর্তে কর্মসংস্থানের জন্য দাবি উঠুক। হরিপালে আইএসএফ–এর প্রার্থী শিমুল সোরেনের হয়ে প্রচারে এসেছিলেন ফুরফুরা শরীফের পিরজাদা আব্বাস সিদ্দিকী।

এবার সিঙ্গুরের আসন থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বেচারাম মান্না। আর হরিপালের আসন থেকে তৃণমূলের প্রার্থী বেচারামের স্ত্রী করবী মান্না। সেখানে দাঁড়িয়েই সিদ্দিকি বললেন, ‘‌ইমাম ভাতা চাই না। চাই সকলের জন্য কাজ, শিক্ষা, বাসস্থান আর চিকিৎসা।’

হরিপালে দাঁড়িয়ে বেচারামকে কটাক্ষ করতে ছাড়লেন না আব্বাস। বললেন, ‘‌একা লুটে লুটে হয়নি। এ বার স্ত্রীকেও নামিয়েছেন।’‌ রাজনীতিতে ‘‌পরিবারতন্ত্র’‌ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস। তাঁর কথায়, ‘‌নেতার ছেলেই শুধু নেতা হবেন আর বাকিরা লাঙ্গল ঠেলবেন, এই রীতি পরিবর্তন করতে হবে।’‌
এদিন আব্বাসের নজরে ছিল বিজেপিও‌। তৃণমূল ছেড়ে বিজেপি–তে যোগ দেওয়ার হিড়িক নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না আব্বাস। বললেন, ‘‌বলতে পারবেন কি, জেতার পরে তৃণমূলের বিধায়ক বিজেপিতে যাবেন না! ইডি, সিবিআই পাঠালেই হুড়মুড়িয়ে চলে যাবেন সব। তাই বিজেপি–কে ভোট না দিয়ে ভূমিপুত্র শিমুলকে দিন।’
Back to top button
%d bloggers like this: