রাজ্য

‘ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তুলে দেখা’, শুভেন্দুকে ‘বেইমান’ বলে আক্রমণ করে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পটাশপুরে দাঁড়িয়ে শুভেন্দুকে খোলাখুলি চ্যালেঞ্জ দিয়ে তিনি বললেন, “ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তুলে দেখা”। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ্‌’কে আক্রমণ করতেও ছাড়েন নি তিনি।

আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। সেই জনসভা থেকেই শুভেন্দুকে আক্রমণ করে তিনি বলেন, “গদ্দার, মীরজাফর সারাদিন সবাইকে ইডি, সিবিআইয়ের ভয় দেখায়। উঠতে বসতে সারাদিন ভাইপো, ভাইপো করতে থাকে। নাম করার তো সাহস নেই। তোমার এত যদি সাহস থাকে, তাহলে ভাববাচ্যে কথা কেন? আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে ইডি-সিবিআই দিয়ে আমাকে তুলে দেখা”।

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “দেখি তোমার মোদিজি আর অমিতজির কত ক্ষমতা। আমার কাছে মানুষ আছে”। শুভেন্দু ও দিলীপকে চোর-চিটিংবাজ বলে কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, “ওরা চেয়েছিল নবজোয়ার আটকাতে। কিন্তু পারেনি। শুভেন্দুর চোখে ভয়, শরীরে হতাশা। যত চেষ্টা করুক তৃণমূলকে রুখতে পারবে না”।

এদিন ২০০০ টাকার নোট বাতিল নিয়ে অভিষেকের কটাক্ষ, “এদের বরাবর তুঘলকী সিদ্ধান্ত। কখনও নোটবাতিল, কখনও আবার লকডাউন। টাকা বদলাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ১৪০ জন মারা গিয়েছে। এখন আবার নোটবন্দি। পালটানোর রাজনীতিতে বিশ্বাসী হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু দৃষ্টিভঙ্গি পালটায়নি”।

এদিন বকেয়া প্রসঙ্গ তুলেও আক্রমণ শানান অভিষেক। বিজেপি কর্মীদেরও এদিন নিশানা করেন তিনি। বলেন, “কোনও ভদ্রলোক বিজেপি করে না”। এর পাশাপাশি বামেদেরও কটাক্ষ শানাতে ছাড়েন নি তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

Back to top button
%d bloggers like this: