‘পঞ্চায়েত ভোটে কোনও দাদাগিরি, ব্যক্তিগত ক্ষমতা দেখানো চলবে না’ সাংগঠনিক বৈঠকে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন অভিষেক

সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election)। এই ভোটকেই আপাতত পাখির চোখ করেছে তৃণমূল (TMC)। এই ভোট নিয়েই এবার সাংগঠনিক বৈঠক থেকে দলীয় নেতাদের কড়া বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন যে এই পঞ্চায়েত নির্বাচনে কোনও ধরণের কোনও দাদাগিরি বা ব্যক্তিগত ক্ষমতা (muscle strength) দেখানো চলবে না।
আজ, সোমবার ক্যামাক স্ট্রীটের অফিস থেকে জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দলের নেতাদের কড়া ভাষায় সতর্ক করে তিনি বলেন, “পঞ্চায়েত ভোটে কোনও দাদাগিরি চলবে না। থানায় গিয়ে ব্যক্তিগত ক্ষমতার দেখানো, প্রশাসনিক কাজেও ব্যক্তিগত ক্ষমতা দেখানো চলবে না”।
প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনে বিরোধীরা। রাজনৈতিক মহলের গুঞ্জন, সেই কারণেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়। উত্তরবঙ্গের নানা জেলায় কার্যত ফুঁৎকারে উটে যায় তৃণমূল শিবির। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই কারণেই এমন কড়া বার্তা দিলেন তৃণমূল নেতা।
এর আগেও জানান জনসভা থেকে জনসংযোগ বাড়ানোর কথা বলেছেন অভিষেক। এদিনও বৈঠকে সেই একই কথা স্মরণ করিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “সভার ভিড় শেষ কথা নয়, ভোট যেন ভোট বাক্সে আসে। জনসংযোগ করুন। বুথে-বুথে যান। কাল থেকেই রাস্তায় নামুন। মানুষের কাছে যান। ব্যক্তিগত ভিড় নয় দলের ভিড় দরকার”।
এদিকে, পঞ্চায়েত ভোটের আগেই সংগঠনকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল। দক্ষিণবঙ্গের নানান জায়গাতেই সংগঠনে এসেছে রদবদল। আর অন্যদিকে, উত্তরের তিন জেলার নেতৃত্বদের নিয়ে এদিন বৈঠক সারলেন অভিষেক। ব্লকস্তরের নতুন কমিটি গঠন করার আগে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করলেন তিনি।
জলপাইগুড়ি জেলা নেতৃত্বের তরফে ইতিমধ্যেই আগস্ট মাসের শ্রমিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে ৭৮টি চা বাগানে ৭৮টি প্রস্তুতি বৈঠক হবে। আগামী ৪৮ ঘণ্টা পর শুরু হবে সেই বৈঠক। আগামী ১০ই সেপ্টেম্বর বড় সভা রয়েছে বলে খবর। সেদিন সেখানে উপস্থিত থাকতে পারেন অভিষেকও।