WB Election 2021: তৃণমূলের ভোট লুঠের পথে বাধা হতে পারেন সুদীপ জৈন, তাই অপসারণের চেষ্টা চলছে, বিস্ফোরক অধীর

ফের তৃণমূলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, তৃণমূলের ভোট লুঠের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন সুদীপ জৈন। গতকাল, শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি।
এদিন সাংবাদিকদের সামনে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন ও শাসকদল তৃণমূল কংগ্রেসের দ্বৈরথ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অধীর চৌধুরী। তাঁর মতে, রাজ্যের উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন তৃণমূলের ভোট লুঠের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন। আর সেই জন্যই তাঁকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
আরও পড়ুন- ‘খেলা হবে’ স্লোগানই ডেকে আনল বড় বিপদ, নির্বাচনের আগে অস্বস্তিতে মমতা
এরই সঙ্গে তিনি এও জানান যে তিনি বা তাঁর দলের সকলেই সুদীপ জৈনের পক্ষেই রয়েছেন। তাঁর সাফ জবাব, নির্বাচন কমিশনের আচরণবা গতিবিধি নিয়ে কংগ্রেসের কোনও অভিযোগ নেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনকে তাঁর পদ থেকে সরানোর দাবী করে তৃণমূল কগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় সাংবাদিক সম্মেলনে বলেন, তাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন- টলিউড তারকাদের তৃণমূলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অণুঘটক রাজ, ‘বন্ধু’-কে তীব্র তোপ রুদ্রনীলের
শুধু তাই-ই নয়, রাজ্যসভার পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠিও দেওয়া হয়েছে। সৌগত রায়ের অভিযোগ, সুদীপ জৈন রাজ্যের পুলিশকে এড়িয়ে চলছেন। এরপরই ফের একবার তিনি রাজ্যে আট দফায় ভোট হওয়ার প্রসঙ্গ তোলেন। এর পাশাপাশি রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা সুদীপ জৈনের অপসারণের দাবীও করেন তৃণমূল সাংসদ।