WB Election 2021: মালদার সভায় চেনা ছকেই যোগী, বক্তব্যে উঠে এল লাভ জিহাদ, গো-হত্যা, দুর্গাপুজো, তৃণমূলের তোষণনীতির কথা

আসন্ন বিধানসভা নির্বাচনের আর মাত্র ২৬ দিন বাকী। এরই মধ্যে একাধিকবার একাধিক কেন্দ্রীয় নেতা, অন্যান্য রাজ্যের বিজেপি শীর্ষনেতারা বাংলায় আসছেন পদ্মফুল ফোটানোর আশায়। আজ রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন মালদার গাজোলের কলেজ মাঠে সভা করেন তিনি। এর পাশাপাশি, আজ হতে চলেছে উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তন রথযাত্রার সমাপ্তি। এদিনের সভায় যোগীর বক্তব্যে উঠে এল দুর্গাপুজো থেকে শুরু করে তৃণমূলের তোষণনীতি, গো-হত্যা, লাভ জিহাদের কথা।
এদিনের সভায় প্রথমেই যোগী বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে প্রণাম জানিয়ে বলেন দেশের প্রথম নোবেল এনে দিয়েছিল বাংলাই। বাংলা আগে দেশকে নেতৃত্ব দেখাত। এরপরই তিনি অভিযোগ আনেন যে “দুর্গাপুজো ও মহরম একসঙ্গে পড়লে, আগে মহরমকে প্রাধান্য দেওয়া হয়। দুর্গাপুজো বন্ধ রাখা হয়”। শাসকদলের দিকে আঙুল দেখিয়ে তিনি বলেন যে তৃণমূল ভোটব্যাঙ্কের জন্য বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে।
আরও পড়ুন- হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!
সভামঞ্চ থেকে যোগীর বক্তব্যে উঠে এল রাজ্যে রামনামের বিরোধিতার কথাও। জয়শ্রী রাম বললে কেন বাধা দেওয়া হয়, এ প্রশ্নও রাখেন যোগী। তাঁর কথায়, বাংলা এখন হিংসার ভূমি হয়ে উঠেছে। বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এও বলেন তিনি। এও বলেন যে বাংলায় তোষণের রাজনীতি চলছে। তাঁর বক্তব্যে জায়গা পায় লাভ জিহাদ ও সংখ্যালঘু তোষণের কথাও। বাংলার বেকারত্ব, দুর্নীতি নিয়েও সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, “উত্তরপ্রদেশে গো-হত্যা হয় না। উত্তরপ্রদেশ সরকার এর বিরুদ্ধে আইন এনেছে। বিজেপিকে আনুন। গরুচুরি, অরাজকতা বন্ধ হয়ে যাবে। লাভ জেহাদকে তোল্লাই দেওয়া হচ্ছে। ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে বাংলায় তোষণের রাজনীতি হয়”।
এদিন যোগীর বক্তব্যে উঠে আসে নাগরিকত্বের আইনের কথাও। তাঁর কথায়, “মোদী সরকার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইন এনেছে। কিন্তু বাংলায় সেই আইনের বিরোধিতা করা হয়েছে”। বাংলায় আয়ুষ্মান ভারত, কৃষি সম্মান নিধি কেন স্থান পেল না, এ প্রশ্নও করেন যোগী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মালদার ভোটের মেরুকরণের জন্য এই বক্তব্য রেখেছেন যোগী।