রাজ্য

নেতা-মন্ত্রী’র পর এবার পুরোহিত! তৃণমূল ছেড়ে গণযোগদান বিজেপিতে

গত কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে টানা চলছে দল বদল। নেতা-মন্ত্রী, অভিনেতা-অভিনেত্রী সবাই নাগাড়ে দল, রং সব বদলাচ্ছেন।

আর এবার তৃণমূল ছাড়লেন গঙ্গারামপুর পুরসভার কালিতলা এলাকায় প্রায় কয়েকশ পুরোহিত পরিবারের সদস্য। যোগ দিলেন বিজেপিতে।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন । উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিনয় বর্মণ সহ আরও অনেকে। পদ্ম শিবির  দাবি করে জানিয়েছে, মানুষ আর তৃণমূলের মিথ্যা দাবি বিশ্বাস করছে না। ইমাম ভাতা দেওয়া হলেও পুরোহিতদের কিছুই দেওয়া হয়নি। ভোটের মুখে কিছু ঘোষণা হলেও তা সবাই পাচ্ছে না বলে অভিযোগ বিজেপির। আর সেই কারনে পুরোহিতরা বিজেপিতে নাম লেখাচ্ছে। পুরোহিত সমাজের মানুষ দলে যোগ দিলে, দল সমৃদ্ধ হবে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

আর‌ও পড়ুন-ঘাসফুলে পড়ছে কোপ, সুজিত বসুও এবার বিজেপিতে?

প্রসঙ্গত, গত লোকসভায় দক্ষিণের থেকে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। তুলনামূলকভাবে অনেক ভোট বেড়েছে। লোকসভার ফলাফলের নিরিখে একাধিক বিধানসভা আসনে এগিয়েও রয়েছে বিজেপি। বিজেপির অন্যতম শক্তঘাঁটি দক্ষিণ দিনাজপুর। আর সেখানেই বড়সড় রদবদল। দলবদলের হিড়িক দক্ষিণ দিনাজপুরে।

সূত্রের খবর, সেখানে গঙ্গারামপুর ব্লকের কালিতলা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২০০ এরও বেশি জন কর্মী । 

Back to top button
%d bloggers like this: