’২৪-এর নির্বাচনে বিজেপি বাংলায় আরও বেশি আসন জিতবে’, আশাবাদী অমিত শাহ, মুখ খুললেন বিরোধী জোট নিয়েও

গত লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি। যা বেশ হতবাকই করেছিল রাজ্যবাসীকে। তবে একুশের বিধানসভা নির্বাচনে আবার আশানুরূপ ফল হয়নি পদ্ম শিবিরের। তবে হাল ছাড়তে নারাজ বিজেপি। ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় আরও বেশি আসন জিতবে, এমনটাই আশা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সামনেই গুজরাত নির্বাচন। এর আগে একটি সাক্ষাৎকারে লোকসভা নির্বাচন ও বাংলা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা যায় অমিত শাহ্’কে। তিনি বলেন, “বাংলায় আমাদের ভোটের শতাংশ চল্লিশে পৌঁছেছে। গত লোকসভা নির্বাচনে ১৮ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। আগামী নির্বাচনে আরও বেশি আসনে জিতবো আমরা”।
শুধু শাহ্’ই নয়, নানান বিজেপি নেতারাও বারবার বলে এসেছেন যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় আরও ভালো ফল করবে। যদিও বিধানসভা নির্বাচন ও পরবর্তীতে পুরসভা ও উপনির্বাচনে পদ্ম শিবিরের পরাজয় ঘটে। কিন্তু ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী গেরুয়া শিবির।
এর পাশাপাশি এদিন বিরোধী জোট প্রসঙ্গে অমিত শাহ, “এসব অবান্তর ভাবনা। নরেন্দ্র মোদীর যে পরিমাণ জনপ্রিয়তা রয়েছে, তার সামনে কেউ দাঁড়াতে সক্ষম হবে না। বিরোধীরা যদি জোট করে, তাহলে তা খবরের শিরোনাম এবং কাগজ-কলমে থাকবে। আমাদের হারানো কখনো সম্ভব নয়”।
আঞ্চলিক দল প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “জাতীয় স্তরে লড়াই হওয়ার কোনরকম সম্ভাবনা নেই। প্রতিটি রাজ্যে কোন একটি দলের সঙ্গে লড়াই হতে চলেছে বিজেপির। তবে আবার অন্যান্য রাজ্যে সেই সকল আঞ্চলিক দল কিছু করতে পারবে না। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং ক্ষমতায় আসার পর থেকে সরকার যে কাজ করেছে, তা খতিয়ে দেখলে বোঝা যাবে যে, বিরোধী জোট কখনোই বিজেপিকে হারাতে সক্ষম হবে না”।
দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি ক্রমেই প্রভাব বিস্তার করছে। সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “নির্বাচনে সাফল্যতা কখনো রাতারাতি আসে না। তেলেঙ্গানায় আমরা মানুষের মনে জায়গা করতে পেরেছি। ধীরে ধীরে সাফল্যতা আসবে”।