চলন্ত লরিতেই ডাকাতির চেষ্টা, দুষ্কৃতীকে ধরে উত্তম-মধ্যম পেটাল স্থানীয়রা, চাঞ্চল্য সোদপুরে

চলন্ত লরিতেই ডাকাতির চেষ্টা। তাতে বাধা দিলে উল্টে লরির চালককেই মারধর করল দুষ্কৃতীরা। এক দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয়রা। গণপিটুনি দেওয়া হয় তাকে। গতকাল, মঙ্গলবারের এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় সোদপুরে।
জানা গিয়েছে, সোদপুর পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেলঘরিয়ার দিকে যাচ্ছিল একটি লরি। বেশ দামি জিনিসপত্র ছিল ওই লরিতে। হঠাৎই লরির পিছনের অংশে উঠে পড়ে দুই দুষ্কৃতী। জিনিসপত্র লুঠের চেষ্টা করে।
লরির চালক বিপদ টের পেয়ে সোদপুর ধানকল মোড়ে লরি থামিয়ে দেন। দুই দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু তাতে লরি চালককেই মারধর শুরু করে দুষ্কৃতীরা।
লরি চালকের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়দের কয়েকজন। কিন্তু দুষ্কৃতীরা তাদেরও মারধরের চেষ্টা করে। তবে তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। একজন পালিয়ে যায়। ধরা পড়া দুষ্কৃতীকে গণপিটুনি দেন স্থানীয়রা।
এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুরের বিটি রোড সংলগ্ন ধানকল মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যায়। বিটি রোডের মতো জায়গায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।