‘স্কিম’ চাইলে মোদীজিকে আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন: অমিত শাহ

বাংলায় শেষ মূহুর্তে প্রচারে ঝড় তুলছে বিজেপি। ২১ এর নির্বাচনে জঙ্গলমহলে ও সুন্দরবন অঞ্চলে শুরু থেকেই নজর দিয়েছে গেরুয়া শিবির। এদিন জঙ্গলমহল ও সুন্দরবনে একাধিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথন দফার নির্বাচনের আগে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের সভায় পুরুলিয়া বাসীদের সমস্যার কথা উল্লেখ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপির চাণক্য। এদিন তিনি বলেন, “‘স্কিম’ চাইলে মোদীজিকে ভোট দিন। আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন। এ বার আপনারা ভাবুন স্কিম চান, না স্ক্যাম চান। দিদি কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি ক্ষমতায় এলে সবাই এই সুবিধা পাবেন।”
বিজেপির সাথে সিএএ বিতর্ক জড়িত। তবে এই বিষয়ে অমিত শাহ বললেন, নাগরিকত্ব সকলেই পাবেন। অমিত শাহের কথায়, “আমাদের ক্ষমতায় আনুন, অনুপ্রবেশকারীদের কীভাবে বাংলা বের করতে হয় আমরা দেখিয়ে দেব। মতুয়া থেকে শুরু করে যত শরণার্থী ভারতে এসেছেন সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। খেলা হবে, খেলা হবে বলে ভয় দেখাচ্ছেন কেন দিদি, আমরা আপনাকে আর তৃণমূলের গুন্ডাদের ভয় পাই না।”
তিনি আরও বলেন, “পুরুলিয়াতে জলের সমস্যা রয়েছে। মমতা সরকার এত বছরেও কিছু করতে পারেনি। আমরা ক্ষমতায় এলে তার সমাধান করব। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব।” চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষা সব বিষয়েই আশ্বাস দেন অনিত শাহ। তিনি বলেন, “ক্ষমতায় এলে আদিবাসীদের কাছ থেকে শিক্ষার ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে না। জঙ্গলমহলের মানুষকে চিকিৎসার জন্য যাতে বাইরে যেতে না হয়, তার জন্য জঙ্গলমহলে এইমস তৈরি হবে। পুরো জঙ্গলমহলকে ট্রেন লাইন দিয়ে জুড়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ২ বছরের মধ্যে এই কাজ শেষ হবে। বাংলা থেকে ম্যালেরিয়া ও ডেঙ্গুকে সরাতে গেলে দিদিকে সরাতে হবে। আমরা ক্ষমতায় এলে পাঁচ বছরে বাংলার প্রতিটি পরিবার থেকে অন্তত এক জনকে চাকরি দেওয়া হবে।”