লোকসভা ভোটে পাখির চোখ বাংলা! হিন্দুত্বে শান দিতে এবার রাজ্যে একাধিক রথযাত্রা করবে বিজেপি, প্রতি মাসে বঙ্গ সফর শাহ-নাড্ডার

২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করছে বিজেপি। সেই কারণে রাজ্যে একাধিক রথযাত্রার কর্মসূচি নিতে পারে গেরুয়া শিবির, এমনটাই জানা যাচ্ছে দলীয় সূত্রে। তবে রাজ্য নেতারা এই মুহূর্তেই এই রথযাত্রা নিয়ে মুখ খুলতে নারাজ।
বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্বের বার্তা প্রচারে একাধিক রথযাত্রার পরিকল্পনা করা হয়েছে। রথযাত্রার উদ্বোধনের জন্য রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথরা। এই পর্বে মোট ছ’টি চালাবে বিজেপি।
এই রথগুলি হল-
দার্জিলিং রথ: (দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার)
গৌড়বঙ্গ রথ: (মালদহ উত্তর, দক্ষিণ, বালুরঘাট, রায়গঞ্জ)
নবদ্বীপ রথ: (রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বনগা)
রাঢ়বঙ্গ রথ: (বীরভুম, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলী, আরামবাগ)
সুন্দরবন রথ: (মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর)
কলকাতা রথ: (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, ব্যারাকপুর, হাওড়া সদর, উলুবেড়িয়া, শ্রীরামপুর)
দলের একাংশের মতে, যতক্ষণ না সবকিছু চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচির বিষয়ে জানাতে চাইছে না গেরুয়া শিবির। চলতি মাস থেকেই নানান লোকসভা কেন্দ্রে প্রবাসে আসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। তারা একদিনে দুটি করে লোকসভা কেন্দ্রে কর্মসূচি করবেন বলে জানা যাচ্ছে। প্রতি মাসেই রাজ্যে আসবেন শাহ ও নাড্ডা।
শুধু তাই-ই নয়, রাজ্য নেতারাও প্রবাস করবেন বলে জানা গিয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সকলেই জেলায় জেলায় প্রবাস করবেন বলে খবর। সাংসদ ও বিধায়করা নিজেদের এলাকা ছাড়াও পাশের এলাকা দেখতে যাবেন। গতকাল, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে এমনটাই স্থির করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গতকাল, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই দাবী করেছেন। জানুয়ারি মাসে নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর স্থগিত হয়ে যাওয়ায় বঙ্গ বিজেপি নেতারা বেশ অস্বস্তিতে পড়েছিল। এদিন সুকান্ত ফের জানালেন, জাতীয় কর্মসমিতির বৈঠক হয়ে যাওয়ার পর ১৯ জানুয়ারি আসবেন নাড্ডা। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসবেন। যদিও মোদী ও শাহ কবে আসছেন তার কোনও দিনক্ষণ অবশ্য দলের তরফে এদিন জানানো হয়নি।