রাজ্য

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, এরই মধ্যে ফের রাজ্যে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা, উত্তেজনা মুর্শিদাবাদে, অশান্তির ছড়ানোর চেষ্টা?

কখনও বিস্ফোরণ তো কখনও আবার বোমা উদ্ধার, গত কয়েকমাস ধরেই রাজ্যে এমন ছবি বারবার উঠে এসেছে। এবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরও সেই একই চিত্র দেখা গেল। গতকাল, শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা। আর এদিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। এর জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা এলাকার একটি পুকুরের পাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। স্থানীয় সূত্রে খবর, গতকাল, শুক্রবার বিকালে সামশেরগঞ্জের উত্তর অন্তরদীপা গ্রামে একটি ঢালাই রাস্তা তৈরির কাজ হচ্ছিল। সেই সময় রাস্তার পাশে থাকে একটি সিঁড়ি ভাঙাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয়।

জানা গিয়েছে, এক পক্ষ আর এক পক্ষকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। এই ঘটনায় তিন ব্যক্তি জখম হন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় জখমদের। অভিযোগ, গন্ডগোলের এক পর্যায়ে অলিউল এবং সেনারুল নামে দুই ব্যক্তি বোমা নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। 

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেই সময় বোমা রেখেই পালায় অভিযুক্তরা। ব্যাগ ভর্তি বোমাগুলিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

এক স্থানীয় বাসিন্দার কথায়, “রাস্তা তৈরি নিয়ে ঝামেলা হচ্ছিল ওদের। ওরা একে অপরের দিকে ইট ছুড়তে থাকে। তখনই অলিউল এবং সেনারুল বোমা নিয়ে আসে। বোমা নিয়ে হুমকি দিতে থাকে”।

Back to top button
%d bloggers like this: