পঞ্চায়েত ভোটে অশান্ত বাংলা, রক্তগঙ্গা রাজ্য জুড়ে, রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট নাড্ডাকে

বাংলায় পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকেই একের পর এক হিংসা ঘটে চলেছে। ভোটের দিন ও ভোট গণনার দিন সেই হিংসা চরম মাত্রা নেয়। বাংলা কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে। প্রাণ গিয়েছে একাধিকের। এবার গোটা রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই টিমের নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ।
পঞ্চায়েত ভোট নিয়ে গোটা বাংলা উত্তাল। অশান্তির নিয়ে বিজেপি-সহ বিরোধীরা বারবার শাসকদলকে নিশানা করেছে। গোটা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে নালিশ জানিয়েছে বঙ্গ বিজেপি। এহেন পরিস্থিতিতে এবার আজ, বুধবার সকালে বাংলায় এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন সকালে কলকাতা বিমান বন্দরে নামেন রবিশংকর প্রসাদ-সহ ৪ প্রতিনিধির দল। সঙ্গে ছিলেন সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা।
আজ হিঙ্গলগঞ্জে যাচ্ছে এই কমিটি
পঞ্চায়েত ভোটের হিংসায় রাজ্যে বলি হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। শনিবার শুধুমাত্র ভোটের দিনই মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল, মঙ্গলবার ভোটগণনা পর্বেও এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে রাজ্যে। যে জেলাগুলিতে সবথেকে বেশি রক্ত ঝরেছে, সেই জেলাগুলি ঘুরে দেখবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আজ বুধবার হিঙ্গলগঞ্জ ও মিনাখাঁয় যাবেন কমিটির সদস্যরা।
#WATCH | BJP's fact-finding team headed by party leader Ravi Shankar Prasad reached Kolkata, West Bengal
We will visit the violence-affected areas and meet the victims and after that, we will submit our report to party president JP Nadda, says Ravi Shankar Prasad pic.twitter.com/rDhTzCiZuJ
— ANI (@ANI) July 12, 2023
কী জানালেন রবিশংকর প্রসাদ?
এদিন সকালে দমদম বিমানবন্দরে নেমে লোকসভার সাংসদ রবিশংকর প্রসাদ জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এ রাজ্যের পরিস্থিতি দেখতে এসেছেন তাঁরা। ঘুরে গিয়ে নাড্ডাকে রিপোর্ট পেশ করবেন। তিনি বলেন, “দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও জেলাগুলির পরিস্থিতিও আমরা খতিয়ে দেখব”।