WB Election 2021: “মিথ্যেবাদী পিসি গো, টাটা তৃণমূল, বাংলায় এবার ফুটবে গেরুয়া পদ্মফুল” তৃণমূলকে বিঁধে নতুন গান বাঁধল বিজেপি

পিসি মিথ্যেবাদী, পিসি যা প্রতিশ্রুতি দেন, তা পালন করেন না, এসব নিয়েই ফের একবার তৃণমূলের বিরুদ্ধে গান বাঁধল বিজেপি। এই গানের মধ্যে দিয়েই উঠে এসেছে তৃণমূলের নানান দুর্নীতি, কাটমানি, মিথ্যাচারের কথা। নানান প্রসঙ্গ টেনে রীতিমতো তোপ দাগা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এবারের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। এই কারণে বাংলা জয়ের আশায় বেশ কোমর বেঁধেই ভোটযুদ্ধের ময়দানে নেমেছে গেরুয়া দল। গত বছরের শেষের দিক থেকেই বিজেপির নতুন প্রচার শুরু হয়, ‘আর নয় অন্যায়’। এরপর ভোটের প্রচারের জন্য এ ‘আর নয় অন্যায়’ দিয়েই তৈরি হয় বিজেপির থিম সং। এরপর শাসকদলকে বিঁধে ফের একটি গান তৈরি করল পদ্মফুল শিবির।
আরও পড়ুন- ‘দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে, চাকরি হবে’, পুরুলিয়ার সভা থেকে মোদী
গানের প্রথম লাইনেই রয়েছে, “মিথ্যেবাদী পিসি গো, টাটা তৃণমূল, বাংলায় এবার ফুটবে গেরুয়া পদ্মফুল”। এই একটি লাইনের মধ্যে দিয়েই বিজেপির তরফে বোঝানো হয়েছে যে বাংলায় তারাই ক্ষমতায় আসছে। এই গানের মাধ্যমেই রাজ্য সরকারের দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সিবিআই-এর হানা, নারীদের উপর হওয়া অত্যাচারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো ঘটনা বলে দেগে দেওয়া, এসব পয়েন্টই তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন- পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তৈরি বিজেপির, আজ ঘোষণা বাকী প্রার্থীর নাম, থাকছে প্রচুর চমক
শুধু নানান কেন্দ্রীয় নেতা নয়, প্রধানমন্ত্রীও বারবার বাংলায় এসে ভোট প্রচার করছেন। আজ, বৃহস্পতিবারই তিনি পুরুলিয়ায় এসেছেন সভা করতে। এরপর আগামী ২৪শে মার্চ কাঁথিতে সভা করবেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলে গিয়েছেন যে, বিজেপি নির্বাচনে ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসবে। এবার বিজেপির তরফে এই গান বের করেও শাসকদলকে সেই বার্তায় দেওয়া হল।