লক্ষ্য বঙ্গ ভোট! মতুয়াদের মন পেতে বাংলাদেশ সফরে মোদীর সফরসঙ্গী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

কাল থেকে বাংলায় বঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। ৮ দফার ভোটের কাল প্রথম দফা। এরই মাঝে আজ দুদিনের জন্য বাংলাদেশ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু এরপরই তিনি জানিয়েছেন, ওরাকান্দির মতুয়া সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও ঢুকে পড়েছে এপার বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ।
আরও পড়ুন- মোদী সফরের বিরোধিতায় জুম্মার নমাজের পর বিক্ষোভ ঢাকায়, বেধড়ক মার পুলিশের
প্রসঙ্গত, শুক্র ও শনি-দু’দিনের জন্য বাংলাদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি জানিয়েছেন, এই সফরে চীন নিয়ে নয়া দিল্লির উদ্বেগ নিরসনেরও চেষ্টা করবে বাংলাদেশ। কিন্তু সেই সমস্ত দ্বিপাক্ষিক বিষয়ের থেকেও এখন বড় বিষয় হয়ে উঠছে বাংলাদেশে মোদীর ‘মতুয়া’ সমাজের মন জয়ের রাজনৈতিক চেষ্টা। মোদী বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন এই আনন্দেই উত্তাল এপার বাংলার ঠাকুরনগর। আর সেই সূত্র মেনেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
বাংলাদেশ থেকে বিজেপি সংসদ তথা ঠাকুরবাড়ি সদস্য জানিয়েছেন, ‘ওরাকান্দিতে মন্দিরে প্রার্থনা করব আমরা। আর এতে বাংলাদেশ ও ভারতের মতুয়াদের পরিচিতি আরও বাড়বে। দুদেশের প্রধানমন্ত্রী নিজের দেশের জন্য কাজ করে চলেছেন।’ এই মুহূর্তে ওরাকান্দিতেই রয়েছেন শান্তনু।
আরও পড়ুন- আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা সফরের আগে ‘বঙ্গবন্ধু’র স্মৃতিচারণা মোদীর
বাংলায় এবার গদি দখল করতে ভীষণভাবে তৎপর বিজেপি। রাজনৈতিক আবহাওয়াও এই বছর অনেকটাই সঙ্গ দিচ্ছে গেরুয়া শিবিরের। আর তাই বাংলায় ভোটের ঠিক একদিন আগে মোদীর বাংলাদেশ সফর মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লোকসভার সাফল্য ধরে রাখতে তাই বাংলাদেশে গিয়েও মতুয়া মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী।