রাজ্য

মুখ্যমন্ত্রীর পায়ে চোট, দোষারোপ গেরুয়া শিবিরকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবীতে নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগাত ঘটনায় নয়া মোড়। এই ঘটনায় প্রথম থেকেই পদ্ম শিবিরের দিএ আঙুল তুলেছে ঘাসফুল শিবির। কোনওরকম প্রমাণ বা তদন্ত ছাড়াই নাগাড়ে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। এই কারণে এবার পাল্টা পদক্ষেপ করল গেরুয়া শিবির। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি।

ঘটনাটি কী ঘটেছিল? গতকাল, বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া মন্দির থেকে ফেরার পথে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ৪-৫ জন ব্যক্তি তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর জেরেই তাঁর পায়ে চোট লাগে। আহত হওয়ার পর তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়িতে তোলে। রাতেই মুখ্যমন্ত্রীকে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হয়। এমআরআই করা হয় বাঙ্গুর নিউরো সায়েন্স হাসপাতাল থেকে। এরপর তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে।

আরও পড়ুন- বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?

গোটা এই ঘটনায় বিজেপিকে দোষারোপ করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের দাবী, বিজেপির ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে। তবে যেখানে এই ঘটনা ঘটে, সেখানকার স্থানীয় লোকেদের থেকে পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা দেয় নি। তাদের দাবী, দিদি গাড়ি থেকে নেমে নমস্কার করছিলেন। গাড়ির দরজা খোলা ছিল। সেই দরকা রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে এবং সেটাই দিদির গায়ে লেগে তিনি আহত হন। স্থানীয়দের দাবী, সেখানে কেউ ছিল না।

এই কারণে বিজেপির তরফে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এই চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া, সব্যসাচী দত্ত ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে প্রধান নির্বাচনী আধিকারিককে আবেদন জানানো হয়েছে যাতে তাআদের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণ তদন্ত করা হয়। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নন্দীগ্রামে হাজার পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কী করে। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার জন্য তাঁকে সমবেদনাও জানানো হয়েছে। এরই সঙ্গে নির্বাচনী আধিকারিককে আর্জি জানানো হয়েছে যে ওই সময় ওই স্থানের সিসিটিভি ফুটেজ যাতে খতিয়ে দেখা হয়।

মুখ্যমন্ত্রীর পায়ে চোট, দোষারোপ গেরুয়া শিবিরকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবীতে নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির 2

আরও পড়ুন- আঙুল উঠেছে বিজেপির দিকে, মুখ্যমন্ত্রীর উপর ‘হামলা’র সিবিআইয়ের তদন্ত দাবী করলেন অনুপম

বলে রাখি, বিজেপি নেতা অনুপম হাজরাও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও চান যে এই ঘটনার পূর্ণ তদন্ত হোক।

Back to top button
%d bloggers like this: