WB Election 2021: মমতার বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চূড়ান্ত! অপেক্ষা ভোট ঘোষণা’র: সূত্র

শিয়রে বিধানসভা নির্বাচন। সব রকম ক্ষমতা দিয়ে রাজ্য দখলের চেষ্টায় নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ জুড়ে পদ্ম ফোটাতে প্রতি সপ্তাহে রাজ্যে আসছেন বিজেপির হাইকমান্ড। মোদী-শাহ্’র পর এবার লক্ষ্মীবারে শহরে এসেছেন গেরুয়া শিবিরের সর্বাধিনায়ক জে পি নাড্ডা। আর তাঁর আগমনের মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে নিজেদের প্রার্থী অবশেষে চূড়ান্ত করে ফেলেছে বিজেপি এবং তাঁকে ঢাল করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে বঙ্গ গেরুয়া শিবির।
তবে আপাত প্রাপ্ত তথ্য অনুযায় বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ নয় অন্য কোনও বাঙালি ব্যক্তিত্বকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে সামনে রেখে লড়তে পারে বঙ্গ বিজেপি শিবির।
আরও পড়ুন- ফিরহাদের পেছনে বসে ইলেকট্রিক স্কুটারে চেপেই নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
তাৎপর্যপূর্ণভাবে, তৃণমূল যখন নিজের ঘরের মেয়েকেই ভোট দিয়ে ফের জেতানোর জন্য আবেদন করছে বঙ্গবাসীর কাছে, তখন বাংলার ভূমিপুত্রকেই বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছেন অমিত শাহ্ বলে জানা যাচ্ছে। তবে কে সেই ব্যক্তি? নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণার পর হয়তো তা জানা যেতে পারে।