
বর্তমান রাজ্য রাজনীতি এখন তারকাময়। প্রায় গোটা টলিউডই এখন রাজনীতিতে। কেউ যোগ দিচ্ছেন ঘাসফুলে, আবার কেউ যাচ্ছে পদ্মফুলে। এইভাবে টলি ইন্ডাস্ট্রি এখন দ্বিধাবিভক্ত। এরই মধ্যে ফের শোনা যাচ্ছে যে বনি সেনগুপ্তও হয়ত বিজেপিতে যোগ দিচ্ছেন।
কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বনির মা পিয়া সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়। এরই মধ্যে শোনা যাচ্ছে যে বনি হয়ত বিজেপিতে যোগ দেবেন। কিন্তু হঠাৎ তাঁকে নিয়ে এমন গুঞ্জন ওঠার কারণ কী? এর নেপথ্যে রয়েছে বনির সঙ্গে সোহেল দত্তের শেয়ার করা একটি ছবি। শোনা যায়, সোহেল দত্তের জন্মদিনের পার্টিতেই নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দেখা হয় ও সেখানেই তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন- শুক্রবার পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, বাদ যাওয়ার সম্ভাবনা প্রভাবশালী নেতা-মন্ত্রীদের
এই সোহেলের বেশ ঘনিষ্ঠ রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই সোহেলের সঙ্গে বনির ছবি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে তাহলে কী বনিও গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। শুধু বনিই নয়, এও গুঞ্জন ছড়ায় যে কৌশানিও নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
তবে এই জল্পনা স্পষ্ট করেন বনি নিজেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বনি জানান যে তিনি প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি এখনই রাজনীতিতে যোগ দিচ্ছেন না। তবে আবার তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে উরিয়েও দেননি। তাঁর মতে যদি তাঁর মনে হয়, তাহলে পরের বছর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন।
আরও পড়ুন- নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বড়সড় ভাঙন শাসকদলে! বিজেপিতে যোগ দিল একঝাঁক তৃণমূল নেতা
ইতিমধ্যেই, বিজেপি ও তৃণমূলে যোগ দিয়েছেন একঝাঁক তারকা। এদের মধ্যে কেউ কেউ আবার ভোটের প্রার্থীও হিসেবেও দাঁড়াবেন বলে জানা গিয়েছে। কারা তারা, সেই খবর মিলবে ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হলেই।