রাজ্য

WB Election 2021: ভোট বাংলায় অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করার দাবী, নির্বাচনী আধিকারিককে চিঠি দিল ভোটকর্মীরা

ফের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি রাখার জন্য দাবী জানানো হল। তবে এবার এই দাবী কোনও বিরোধী পক্ষের থেকে আসেনি। এই দাবী তুললেন খোদ ভোটকর্মীরাই। এই দাবী নিয়ে নির্বাচনী আধিকারিক প্রধানকে চিঠিও দিয়েছেন তারা।

তবে ঠিক কোন কারণে কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করার দাবী জানানো হয়েছে, তা এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে ভোটকর্মীরা চিঠিতে লিখেছেন, “বীরভূম জেলার একটি রাজনৈতিক সভায় একটি রাজনৈতিক দলের প্রতিনিধি অনুব্রত মণ্ডল সরাসরি হুমকি দিয়ে বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে পিটিয়ে ছাতু বানাবো”।

আরও পড়ুন- শুক্রবার পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, বাদ যাওয়ার সম্ভাবনা প্রভাবশালী নেতা-মন্ত্রীদের

চিঠিতে তারা এও লেখেন যে, “আমরা সব ভোট কর্মীরা প্রত্যাশা করব সব রাজনৈতিক নেতারা গণতন্ত্রকে প্রসারিত করার জন্য সহযোগিতা করবেন, কেউ কেউ কিছু তোয়াক্কা না করেই বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন। তাদের নিয়ন্ত্রণ করা জরুরি বলে আমরা মনে করি”।

WB Election 2021: ভোট বাংলায় অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করার দাবী, নির্বাচনী আধিকারিককে চিঠি দিল ভোটকর্মীরা 1

এ বিষয়ে অনুব্রত মণ্ডলকে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি ‘মিটিংয়ে আছি’, ‘পরে বলছি’ বলে বিষয়টি এড়িয়ে যান। বলে রাখি, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও অনুব্রতকে নজরবন্দি করে নির্বাচন কমিশন। সেই বছর চতুর্থ দফা ভোটের আগেই তাঁকে কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই বারেও ভোটকর্মীরাই এই আবেদন জানিয়েছিলেন।

আরও পড়ুন- নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বড়সড় ভাঙন শাসকদলে! বিজেপিতে যোগ দিল একঝাঁক তৃণমূল নেতা

শুধু তাই-ই নয়, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়ও অনুব্রত মণ্ডলের গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হয়। তিনি কখন কোথায় সভা করছেন, সব মুহূর্ত ভিদিওগ্রাফি করা হয়। আসলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকবার নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল এমন কিছু বিতর্ক মন্তব্য করে বসেন যে, তাঁকে নজরদারিতে থাকতে হয়।

Back to top button
%d bloggers like this: