ছোলা মুড়ি খাও তৃণমূলে ভোট দাও! বান্দোয়ানে শাসকদলের ক্যাম্প থেকে ছোলা-মুড়ির প্যাকেটের সঙ্গে ঘাসফুলে ভোট দানের পরামর্শ বিলি

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিলেছে হিংসার খবর। আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাতা সৌমেন্দু অধিকারী। প্রতিটি ঘটনার কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন।
কিন্তু এইসব ঘটনার মধ্যে ফের জায়গা করে নিচ্ছে ছোলা-মুড়ি, গুড়-বাতাসা। তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের মুখেও একাধিকবার গুড়-বাতাসার কথা ধরা পড়েছে। এবারও সেই ছবি! তবে তালিকাটা বদলেছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দিলেই মিলবে ছোলা-মুড়ি। বান্দোয়ানে শাসকদলের ক্যাম্প থেকে এভাবেই বিলোনো হচ্ছে ছোলা-মুড়ির প্যাকেট। ভোটারদের অভিযোগ, ছোলা-মুরি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের তৃণমূলকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন –‘নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে’, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!
তবে যথারীতি অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। তাঁদের বক্তব্য ছোলা মুরি দেওয়া হলেও তৃণমূলকে কোনও ভোট দেওয়ার কথা বলা হয়নি বলে দাবি শাসকদলের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছন নির্বাচন কমিশনের আধিকারিকরাও।
আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা
তবে এবারের বিধানসভা নির্বাচনে খাওয়া-দাওয়ার অভাব নেই। যেমন ভোট দিতে যাওয়ার সময় দেওয়া হচ্ছে মুড়ি। অন্যদিকে ভোট দিয়ে ফেরার পথে দেওয়া হচ্ছে চা-বিস্কুট। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার ডাংরিয়া প্রাথমিক স্কুলের বুথের কিছুটা দূরে বিজেপির ক্যাম্প অফিস থেকে বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে। আবার পুরুলিয়া বিধানসভার পিঠাজোড়া এলাকায় বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির তরফে বুথ-ফেরত ভোটারদের খাওয়ানো হচ্ছে চা-বিস্কুট।
ভোটের ফলাফলেই জানা যাবে কোন দলের খাবার পছন্দ হয় আমজনতার।