মালদ্বীপে স্কুবা ডাইভিংয়ে ব্যস্ত অঙ্কুশ! শেয়ার করলেন ভিডিও

স্কুবা ডাইভিং মানেই মহাসমুদ্রের তলায় এক আশ্চর্য জগতের সাক্ষী হয়ে থাকা। আন্দামান থেকে মালদ্বীপ সকল জায়গাতেই স্কুবা ডাইভিংয়ের আনন্দ নেন পর্যটকরা। যে আনন্দ থেকে বাদ গেলেন না অভিনেতা অঙ্কুশ হাজরা।
সম্প্রতি মালদ্বীপে একান্ত সময় কাটাচ্ছেন অঙ্কুশ এবং তার বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। মালদ্বীপ থেকেই নিত্য নতুন ছবি শেয়ার করছেন দুজনেই যা দেখে তাদের ভক্তরা অত্যন্ত আপ্লুত। এবার অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্কুবা ডাইভিংয়ের ভিডিও।
যেখানে অঙ্কুশ কে দেখা যাচ্ছে স্কুবা ডাইভারের পোশাকে মহা সমুদ্রের তলায় আশ্চর্য জগতের সাক্ষী হতে। অঙ্কুশ যে এই স্কুবা ডাইভিং অত্যন্ত উপভোগ করছেন তা তার এক্সপ্রেশন দেখেই স্পষ্ট।
করোনা ভয়কে দূরে সরিয়ে রেখে টলিউডের এই অত্যন্ত জনপ্রিয় জুটি ব্যস্ত রয়েছেন ছুটি কাটাতে। মাঝেমধ্যেই পোস্ট করছেন দুজনেই। এবার অঙ্কুশের স্কুবা ডাইভিংয়ের ভিডিও হয়েছে ভাইরাল।
আপনিও দেখুন অঙ্কুশের স্কুবা ডাইভিংয়ের ভিডিও…
View this post on Instagram