‘উনি কী আজকাল বন্দুক নিয়ে ঘুরছেন, এত হিম্মত’, অভিষেকের ‘আমি থাকলে গুলি করতাম’ মন্তব্যে তীব্র তোপ দিলীপের

নবান্ন অভিযানকে (Nabanna Abhiyan) ঘিরে গত মঙ্গলবার হাওড়া ও কলকাতার বিস্তীর্ণ অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এক মন্তব্য নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘আমি থাকলে গুলি করতাম’ এই মন্তব্যকে কেন্দ্র করেও বেশ বিতর্ক ছড়িয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ‘ডোন্ট টাচ মি’ প্রসঙ্গে বলেন, “তৃণমূলের রাজনীতি এই পর্যন্তই। সরকার চালাতে হিমশিম খান। যেগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা হয়, ওরা সেগুলিকেই হাতিয়ার করে”। অর্থাৎ, দিলীপ ঘোষ কার্যত স্বীকার করেন যে শুভেন্দুর ওই মন্তব্য নেটপাড়ায় হাসির রোল তুলেছে।
নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি হলে কপালে গুলি করতাম”। অভিষেকের সেই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? তাহলে গুলি করার কথা বলেন কিভাবে”?
মেদিনীপুরের সাংসদের সংযোজন, “এই পুলিশ ভবানীপুর থানায় টেবিলের তলায়, আলমারির পিছনে লুকিয়ে পড়ে। টানা জাতীয় সড়কে লুঙ্গি বাহিনী তাণ্ডব করল। এই পুলিশ কোথায় ছিল? ফালতু বকওয়াস করবেন না। আপনাদের দম জানা আছে। এতো লুঠপাট, কারও টিকি নাগালে পেয়েছেন? গুলি চালাবেন, এতো হিম্মত? কালীঘাটে ডায়লগ দেবেন। বাইরে আসবেন না”।
পুলিশের গাড়িতে আগুন লাগানো অভিযুক্তের সঙ্গে প্রকাশ্যে এসেছে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ছবি। এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “যদি কেউ অপরাধী হয়, আইন তাকে সাজা দেবে। যদি দলের কারও সঙ্গে তার ছবি থাকে, পুলিশ তদন্ত করে দেখুক। যখন রাজপথে কোটি টাকার সম্পত্তি জ্বলছিল, তখন এরা কোথায় ছিল? কাউকে গ্রেফতার করেনি কেন”।