রাজ্য

‘ভোটের আগেই কেন চোট পান উনি, আসল চোট নাকি রাজনৈতিক’? মমতাকে খোঁচা দিলীপের

হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে কোমর ও পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর এই চোট পাওয়া নিয়ে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, ভোটের আগেই কেন বারবার চোট পান মুখ্যমন্ত্রী? তাঁর এই চোট আসল চোট নাকি রাজনৈতিক, তা নিয়েও খোঁচা দিয়েছেন বিজেপি নেতা। তাঁর সেই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূলও।

গতকাল, মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বাগডোগরা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈকুন্ঠপুর জঙ্গলের উপর মাঝআকাশে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। পরিস্থিতি বেগতিক দেখে সেভক সেনাঘাঁটিতে জরুরি অবতরণ করেন পাইলট। এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর কোমর ও বাম পায়ে চোট লাগে।

কলকাতায় ফিরে সোজা এসএসকেএমে চলে যান মমতা। চোটের স্থানে MRI হয় তাঁর। সন্ধেয় এসএসকেএমের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের লিগামেন্টে চোট রয়েছে। পায়ের আরও কিছু অংশে লেগেছে। হিপ জয়েন্টে লিগামেন্টে আঘাত রয়েছে। সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভোটের আবহে হাসপাতালে ভর্তি হতে রাজি হননি মমতা।

একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে এই পায়েই জোর আঘাত লেগেছিল মুখ্যমন্ত্রীর। আর এবারও সেই একই জায়গায় আঘাত লাগায় তীব্র যন্ত্রণা নিয়ে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। এই নিয়েই দিলীপ ঘোষ খোঁচা দিয়ে বলেন, “‌এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না”।

আজ, বুধবার প্রাতঃভ্রমণে গিয়ে মমতার এই চোট পাওয়া নিয়ে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “চোট পেয়েছেন দ্রুত সুস্থ হোন। এই কামনা করি। কিন্তু এই চোট লাগল কী করে? আসল চোট নাকি রাজনৈতিক চোট? বুঝতে পারছি না। বারবার ভোটের আগেই কীভাবে চোট পান। যে সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল”। তবে বিজেপি নেতার এহেন মন্তব্য‌ বিতর্কের সৃষ্টি করেছে। 

এই নিয়ে কটাক্ষ করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার পাল্টা তোপ দেগে বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও আঘাত নিয়ে আমরা কোনও মন্তব্য করি না। কিন্তু দিলীপ ঘোষ শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। এটাই ওনার স্বভাব”।

Back to top button
%d bloggers like this: