রাজ্য

ফের সোনা মিলল রাজ্যে! ট্রেন থেকে উদ্ধার প্রায় ২ কোটি টাকার সোনার বাট, হইচই বর্ধমান স্টেশনে, গ্রেফতার ২

ফের রাজ্য থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। বর্ধমান স্টেশনের ট্রেন থেকে মিলল ১ কোটি ৭০ লক্ষ টাকার সোনার বাট। উদ্ধার করলেন ডিআরআই ও সিআরপিএফ আধিকারিকরা। সোনা পাচারের দায়ে দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। সূত্রের খবর, কলকাতা ডিরেক্টরেট অফ রেভিনিউ অর্থাৎ ডিআরআই-এর তরফে পুলিশকে খবর দেওয়া হয় যে দুটি দূরপাল্লার ট্রেনে করে বিপুল পরিমাণের সোনা পাচারের চেষ্টা চলছে। তা জানার পরই বর্ধমান স্টেশনে হাজির হন তদন্তকারীরা।

শিয়ালদহ থেকে ছাড়া শিয়ালদহ-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছতেই ট্রেনে তল্লাশি চালান ডিআরআই ও সিআরপিএফ আধিকারিকরা। সেই ট্রেন থেকে পিঠের ব্যাগে রাখে ১ কেজি ওজনের সোনার বাট উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সঙ্গে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।

শুধু তাই-ই নয়, তদন্তকারীরা হাওড়া থেকে ছাড়া হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও অভিযান চালান। সেই ট্রেনে তল্লাশি করেও ১ কেজি ওজনের ২টি সোনার বাট উদ্ধার করা হয়। এই ঘটনাতেও একজনকে আটক করা হয় বলে খবর।

আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, কোমরে আটকানো কাপড়ের তৈরি বেল্টের ভিতর সোনার বাটগুলি লুকিয়ে রেখেছিল পাচারকারী। দুটি ট্রেন থেকে মোট তিন কেজি ওজনের সোনার বাট উদ্ধার হয়েছে। সব মিলিয়ে এর মূল্য আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। জানা গিয়েছে, এই সোনার বাটগুলি সবকটিই বিদেশে তৈরি।

ডিআরআই আধিকারিকরা আটক করা দু’জনকেই কলকাতা নিয়ে আসেন। কোথা থেকে এই বাটগুলি আনা হচ্ছিল বা কোথায়ই বা তা পাচার করার ছক কষা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।

Back to top button
%d bloggers like this: