‘নিয়োগের জন্য ৫ জনের নাম সুপারিশ করেছিলাম পার্থকে’, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল বিধায়কের

এই মুহূর্তে রাজ্যের সবথেকে বড় খবর হল এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam Case) ও এর জেরে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই দুর্নীতির মামলায় তদন্ত যতই এগোচ্ছে, ততই যেন নানান নতুন নতুন তথ্য বেরিয়ে এসে রহস্য আরও বেশি ঘনীভূত হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি করে ইডি (Enforcement Directorate) যেসমস্ত নথি উদ্ধার করেছে, তা থেকে নানান তথ্য মিলেছে।
এর থেকেই জানা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় টেট নিয়োগ দুর্নীতির সঙ্গেও যুক্ত। তবে এরই মধ্যে ইডির নজর রয়েছে জলপাইগুড়ির তৃণমূলের এক প্রাক্তন বিধায়কের লেটার প্যাডে লেখা একটি সুপারিশপত্র। বছর ছয়েক আগে ময়নাগুড়ির তৃণমূলের প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী এসএসসি গ্রুপ ডি-তে নিয়োগের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে পাঁচজনের নাম সুপারিশ করেছিলেন। এখন সেই বিধায়ক রয়েছেন ইডি-র নজরে।
রাজ্যে শেষ এসএসসি পরীক্ষা হয় ২০১৬ সালে। সেই নিয়োগ নিয়ে বেআইনি, অস্বচ্ছতা ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে এই তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি উদ্ধার করে ২১ কোটি টাকা। পার্থর বাড়ি থেকেও বেশ অনেকগুলি নথি উদ্ধার করা হয়েছে। মিলেছে অ্যাডমিট কার্ড ও গুরুত্বপূর্ণ নথি। এসবের মধ্যেই একটি হল পার্থকে লেখা প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর এই সুপারিশপত্র।
এই বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীকে বলেন যে এসএসসি গ্রুপ ডি নিয়োগে রাজ্যের প্রতিটি জেলার বিধায়কদের কাছে পাঁচজন করে চাকরিপ্রার্থীর নাম তালিকা চেয়ে পাঠিয়ে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০১৬ সালে নিজের বিধানসভা এলাকার পাঁচজন চাকরিপ্রার্থীর নাম পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন ওই প্রাক্তন তৃণমূল বিধায়ক। তবে তিনি এও দাবী করেন যে সুপারিশ করা পাঁচজনের মধ্যে একজনেরও চাকরি হয়নি।
ইডি-রর আধিকারিদের দাবী, এই বড়সড় আর্থিক কেলেঙ্কারির মধ্যে অনন্তদেব অধিকারী একটি সুতো মাত্র। তাদের কথায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে যেসমস্ত নথি উদ্ধার হয়েছে, তা থেকে আরও অনেক বড়সড় তথ্য পাওয়া যাবে। আপাতত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জেরা চলছে সিজিও কমপ্লেক্সে।