রাজ্য

বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আজই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি কমিশনের, কেন্দ্রকে পাল্টা চাপ নির্বাচন কমিশনের

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। গতকাল, বৃহস্পতিবার রাতেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। আজ, শুক্রবার আদালতে একথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এও জানানো হল যে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রকে।

এদিন আদালতের শুনানিতে কমিশন একথা জানানোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বেশি যদি কেন্দ্রীয় বাহিনী না পাঠানো যায়, তাহলে কয়েক দফায় হোক পঞ্চায়েত ভোট। ২০১৩ সালেও পাঁচ দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল বলে যুক্তি দেন তিনি।

এদিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল। তিনি আদালতে জানান, একসঙ্গে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো একটু কঠিন। আপাতত তাই ৩১৫ কোম্পানি পাঠানো হয়েছে। ২০১৩ সালে যেহেতু পাঁচ দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই কারণে কোনও অসুবিধা হয়নি।

এদিন একথা শোনার পর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দেন, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে  কী না বা রাজ্য পেয়েছে কী না, তা ২৮ জুন জানাতে হবে আদালতকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য নির্বাচন কমিশন ঠিকঠাক পালন করছে কী না, তাও হলফনামা আকারে নির্বাচন কমিশনকে সেদিন জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিন আদালতে মনোনয়ন পেশ করতে বিরোধীরা যে বাধা পেয়েছে সেই প্রসঙ্গও ওঠে। মামলাকারী আইনজীবীদের বক্তব্য, একদিনে ২০ হাজার মনোনয়ন প্রত্যাহার হয়েছে। এই পরিসংখ্যান থেকেই তৃণমূল স্তরে আসল ছবিটা কী। শুভেন্দু অধিকারীর আইনজীবী এও দাবী করেন যাতে আদালতের তরফ থেকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে এই ভোটে পর্যবেক্ষক নিয়োগ করা হয়।  

এদিন নির্বাচন কমিশনের তরফের আইনজীবী জানান, রাজ্য নির্বাচন কমিশন স্বতন্ত্র ও নিরপেক্ষ সংস্থা। তাঁর কথায়, ২৭৩ জন ডব্লিউবিসিএস অফিসার ও ২২ জন আইএএস অফিসারকে ইতিমধ্যেই পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।

Back to top button
%d bloggers like this: