BIG BREAKING: তৃণমূলকে তুলোধোনা করল নির্বাচন কমিশন! মমতার দুর্ঘটনার দায় তাদের নয়, সাফ জানাল কমিশন

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়েছিলেন এবং তারপরেই ঘটে যায় অভূতপূর্ব ঘটনা যা নিয়ে রাজ্য রাজনীতিতে এখনও তোলপাড় থামছে না। গাড়িতে বসে থাকার সময় ধাক্কাধাক্কিতে আহত হন মুখ্যমন্ত্রী যার জেরে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি পা-এ প্লাস্টার নিয়ে। ঘটনার সময় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন তাকে ৪-৫ জন মিলে ধাক্কা মেরেছে। তৃণমূলের বাকি নেতা -নেত্রীরাও সেই সময়ে নির্বাচন কমিশনকে তীব্র দোষারোপ করে ছিল।
পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন গোটা ঘটনায় কমিশনের সাথে দেখা করে কমিশনের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। কিছুক্ষণ আগে তার কড়া জবাব পাল্টা চিঠির মাধ্যমে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ ছিল নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। আজ নির্বাচন কমিশনের স্পষ্ট জানিয়েছে তৃণমূলের এই অভিযোগ অসত্য এবং অত্যন্ত অপমানজনক। নির্বাচন কমিশন কোনদিনও কোন দলের হয়ে কাজ করে না।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে স্থানীয় নিরাপত্তাজনিত বিষয় দেখা রাজ্যের দায়িত্ব। এখানে কমিশনের কোনো ভূমিকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেভাবে তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় নির্বাচন কমিশন। কমিশন আজ যে উত্তর দিয়েছে তাতে ৩২৪ ধারার উল্লেখ রয়েছে।
আরও পড়ুন – অধীর চৌধুরীকে সরিয়ে দিল কংগ্রেস!
তৃণমূলের সদস্যরা যেভাবে কমিশনকে উদ্দেশ্য করে চিঠিতে যে ভাষা ব্যবহার করেছেন তার তীব্র ভর্ৎসনা করা হয়েছে কমিশনের তরফ থেকে। সাথে এটাও জানানো হয়েছে তৃণমূলের চিঠির উত্তর দেওয়া কমিশনের পক্ষে অপমানজনক।
আরও পড়ুন – ২৪ ঘণ্টার মধ্যেই উল্টো সুর, নন্দীগ্রামের ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ মমতার, টুইটে বিঁধলেন মালব্য
এছাড়াও রাজ্য পুলিশের ডিজিকে অপসারণের বিষয়ে কমিশন জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে রাজ্যকে জানানোর কোন প্রয়োজন কমিশনের নেই। এখন তৃণমূল বনাম নির্বাচন কমিশনের এই লড়াই কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।