রাজ্য

কাশীপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমেই আতঙ্ক বাড়ছে রাজ্যে

ফের পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য থেকে উদ্ধার অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কাশীপুরে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার করলেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দু’জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, গতকাল, বুধবার রাতে নাটাপুকুর আখের পাড়া এলাকায় নবিরুল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। জোর তল্লাশি শুরু হয় সেখানে।। ওই ব্যক্তির বাড়ি থেকে ১১ কেজি বারুদ, ৫ কেজি বিশেষ রংয়ের পাউডার, সাড়ে চার কেজি দড়ি-সহ লোহার অন্যান্য যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে পুলিশ।

জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি থেকে সকেট বোমা তৈরির যন্ত্রাংশ এবং বোমা তৈরির মশলা-সহ বেআইনি অস্ত্র তৈরির সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এছাড়াও নবিরুল মোল্লার বাড়ি থেকে দশটি মোবাইলও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, ওই ব্যক্তি নিজের বাড়িতেই বোমা তৈরির ব্যবসা খুলে বসেছিলেন। কিছুদিন যাবৎ শুধুমাত্র বোমাই নয়, অন্যান্য আগ্নেয়াস্ত্রও তৈরির ব্যবসা শুরু করেছিলেন তিনি। সেই কারণেই বারুদ-সহ বোমা তৈরির উপকরণ ও অন্যান্য যন্ত্রাংশ বাড়িতে মজুত করা হয়েছিল। এখনও পর্যন্ত দু’জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করেছে। আজ, বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলার কথা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে এই বোমা ও অস্ত্রশস্ত্র তৈরির ঘটনায় আরও অনেকেই যুক্ত। ধৃতদের জেরা করে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Back to top button
%d bloggers like this: