রাজ্য

অলৌকিক কাণ্ড? আচমকাই বন্ধ হয়ে গেল মা মনসার খোলা চোখ, ‘অদ্ভুত’ ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা, হইচই বীরভূমের মন্দিরে

প্রতিদিনের মতোই মন্দিরে ভক্তরা আসছিলেন এক এক করে। প্রণাম করে চলে যাচ্ছিলেন। মন্দির পরিষ্কারের কাজও চলছিল। কিন্তু না মনসার চোখের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলেন ভক্তরা। সে যা দৃশ্য দেখলেন, তা শঙ্কিত হওয়ার মতোই বটে। এমনও যে ঘটতে পারে, তা তো আশাতীত।

দেখা যায়, আচমকাই বন্ধ হয়ে গিয়েছে মা মনসার চোখ। যে দেবীর চোখ একদিন আগেও খোলা ছিল, একরাতের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে সেই চোখ। এমন ঘটনাকে ঘিরে জোর হইচই পড়ে যায় বীরভূমের দুবরাজপুর পুরসভার ডাঙ্গালতলার মনসা মন্দিরে। আর মা মনসাকে এইভাবে চোখ বন্ধ অবস্থায় দেখতে নানান পাড়া থেকে ছুটে আসেন বাসিন্দারা।

এই বিষয়ে মন্দিরের সেবায়ত দিলীপ গড়াই বলেন, কীভাবে এমনটা হয়েছে তা জানেন না তিনি। তাহলে কী কোনও অলৌকিক কাণ্ড ঘটল? এমনই প্রশ্ন উঁকি দেয় স্থানীয়দের মনে। এক বাসিন্দার কথায়, “আমরা সকালে এসে দেখি মা মনসার চোখ বন্ধ। ঘটনা চাউর হতেই চারদিকে শোরগোল শুরু হয়ে যায়। মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড় হতে থাকে। আমরাও দেখে অবাক হয়ে যাই। এদিকে মন্দিরে সেবায়েত আসার পর দেখা যায় ফের চোখ খুলে গিয়েছে। অলৌকিক না অলৌকিক জানি না, এরকম ঘটনা আমরা আগে কখনও দেখিনি”।

এই ঘটনা প্রসঙ্গে বীরভূমের সিউড়িতে বিজ্ঞান মঞ্চের সদস্য দেবাশীষ পাল জানান, “এটা সম্পূর্ণ অলৌকিক ঘটনা। বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই। বিষয়টার উপর আমরা নজর রাখছি”।

আর এক স্থানীয় বাসিন্দার কথায়, দেবীর চোখ জল দিয়ে ধুতেই ফের চোখ খুলে যায়। একথা শুনে অনেকে বলছেন, কোনওভাবে হয়ত দেবীর চোখে রঙ বা ওই জাতীয় কিছু লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে জল দিতেই তা উঠে যায়। কিন্তু প্রশ্ন হল ঠাকুরের চোখে এভাবে রঙ কেউ লাগাবেই বা কেন? কে বা কারা এই কাজ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সকলের মনেই।

Back to top button
%d bloggers like this: