‘মিঠুনদা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন’, এবার পাল্টা বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম

ইদানিং বঙ্গ রাজনীতিতে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বেশ চর্চিত বিষয় হয়ে উঠেছেন। এতদিন তিনি দাবী করে আসছিলেন যে তৃণমূলের অনেক বিধায়ক (TMC MLA) নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছে। এবার এর পাল্টা দিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বললেন যে মহাগুরু নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এর পাল্টা দিলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যও (Shamik Bhattacharya)।
বিগত কিছু মাস ধরেই বঙ্গ রাজনীতিতে বেশ সক্রিয় হয়েছেন মিঠুন চক্রবর্তী। বঙ্গ বিজেপির কোর কমিটিতে জায়গা পাওয়ার পর থেকেই নানান সময় তাঁকে বাংলার রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। কখনও তিনি শাসক দল তৃণমূলকে তুলোধোনা করেছেন তো কখনও আবার দাবী করেছেন যে তৃণমূলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছে।
এই বিষয়ে আজ, বৃহস্পতিবার ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বিস্ফোরক দাবী করে বলেন, “ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায় তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজেও তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন”। ফিরহাদের এই মন্তব্যের পরই ফের একবার রাজ্য-রাজনীতিতে তুমুল শোরগোল পড়েছে।
তবে ফিরহাদের এই মন্তব্যের পাল্টা দেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে অথবা সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। গ্রহণযোগ্যতা নেই এর। মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। ওনার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছেন সেটাকে ফিরহাদ হাকিম যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ঠিক নয়। সত্যিটা মানুষ বুঝবে”।
বলে রাখি, কিছুদিন আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে এক ঠাণ্ডা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয় মিঠুন চক্রবর্তীর। ‘প্রজাপতি’ ছবির প্রসঙ্গ নিয়ে মিঠুনকে তোপ দেগেছিলেন কুণাল। সেই কটাক্ষের জবাব দিয়ে আবার কুণালকে ‘এলে তেলি’, ‘গঙ্গারাম’ বলে পাল্টা আক্রমণও শানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।