রাজ্য

উত্তরবঙ্গে হবে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গে কালবৈশাখী, কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতায়, এরপরই কী বাড়বে গরম?

গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের পর সপ্তাহান্তে একটু বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস দিয়েছে বঙ্গবাসীকে। খুব বেশি বৃষ্টি না হলেও তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার কারণে খানিকটা আরাম পেয়েছে মানুষ। সপ্তাহের প্রথম দিনই আবহাওয়া বেশ মনোরম। এরই মধ্যে এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবার থেকে উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট চলবে। তবে এই আরামদায়ক পরিস্থিতির ক্ষণকাল মাত্র এই দু’দিনই। বুধবার থেকেই বাড়বে তাপমাত্রা।

উত্তরবঙ্গে শিলাবৃষ্টি আর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে। আজ, সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরের এই পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে মঙ্গলবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে খবর। আগামী ২৪ ঘটনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বুধবারও হালকা বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার পূর্বাভাস।

আবহবিদরা জানাচ্ছেন, বুধবার থেকে গড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও সন্ধের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বিকেল বা সন্ধের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত ২৪ ঘন্টায় ছিল ৪১ থেকে ৮২ শতাংশ।

Back to top button
%d bloggers like this: