পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে দুর্নীতিই নয়, পুরসভার নিয়োগেও হয়েছে একাধিক দুর্নীতি। সেই অভিযোগ পেয়েই এই দুর্নীতি মামলারও তদন্তভার সিবিআইকে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। আজই এই মামলার শুনানি রয়েছে।
কয়লা, গরু, শিক্ষার পর পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারে সিবিআই, এমনও নির্দেশ দেওয়া হয়। ডিজিপি ও মুখ্যসচিবকে বিচারপতি নির্দেশ দেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সহযোগিতা করতে হবে তাদের। আগামী ২৪শে এপ্রিল তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট সিবিআইকে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীলের ফ্ল্যাট থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছিল, তা ঘেঁটেই দেখা যায় যে রাজ্যের ৬০টি পুরসভায় ব্যাপকহারে নিয়োগে দুর্নীতি হয়েছে। এই নিয়ে আদালতে অভিযোগ জানায় ইডি-সিবিআই। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআইকে এই নিয়োগ দুর্নীতির তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে এফআইআরও দায়ের করেছে সিবিআই ইতিমধ্যেই।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। আজই এই মামলার শুনানি রয়েছে। এদিনের এই শুনানির পরই স্পষ্ট হবে যে পুরসভায় নিয়োগ দুর্নীতির দায়িত্ব সিবিআইয়ের হাতেই থাকবে নাকি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ জারি করবে সুপ্রিম কোর্ট!