অবশেষে তীব্র দাবদাহ থেকে মুক্তি, ঝমঝমিয়ে বৃষ্টি নামছে বঙ্গে, কমবে তাপমাত্রা, আবহাওয়ার বড়সড় বদলের পূর্বাভাস

তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। এবার এই দহনজ্বালা থেকে মিলবে মুক্তি। স্বস্তির বৃষ্টি নামবে রাজ্যে। এমনটাই আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আর তা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী।
তবে এতটা খুশি হওয়ার মতোও মনে কিছু নেই। কারণ, হাওয়া অফিসের মতে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ইদের সময় থেকে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে ফের বদল ঘটবে আবহাওয়ায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, ২১শে এপ্রিল অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত শুকনো গরম ও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। এখনও তিন-চারদিন দহনজ্বালা সহ্য করতে হবে বঙ্গবাসীকে। গতকাল, সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের নানান জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা। বেলা বাড়লেই লু বইবে। ইদের দিন অর্থাৎ শনিবার ২২ এপ্রিল দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। প্রচন্ড গরমের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলবে। উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।