রাজ্য

হাওড়া বর্ধমান শাখায় বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন! সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা, দেখুন বাতিল ট্রেনের তালিকা

হাওড়া বর্ধমান শাখায় তৃতীয় লাইন বসানোর কাজ চলছে। যার জন্য আগামী শনিবার কুড়ি অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় চলবে কাজ।

গত বুধবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজের জন্য রাত ১:৩০ মিনিট থেকে রাত ৩টে পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার জন্য বন্ধ থাকবে ২০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বাতিল হওয়া ট্রেনের তালিকা —

১) ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন): শুক্রবার, ১৯ অগাস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২২ অগাস্ট, ২৬ অগাস্ট এবং ৩০ অগাস্ট চলবে ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন) ট্রেন।

২) ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন): শনিবার, ২০ অগাস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। তবে ২৩ অগাস্ট, ২৭ অগাস্ট এবং ৩১ অগাস্ট ট্রেন চলবে ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন)।

বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা–

১) ৩৬৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া কর্ড লাইন): ২০ অগাস্ট, শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে ৩৬৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া কর্ড লাইন) লোকাল। ওই সময়ের মধ্যে শুধুমাত্র ২৩, ২৭, এবং ৩১ অগাস্ট ট্রেন চলবে।
২) ৩৭৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া মেন লাইন): শনিবার, ২০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া মেন লাইন) লোকাল বাতিল থাকবে। তবে ২৩, ২৭ এবং ৩১ অগাস্ট ট্রেন বাতিল থাকবে না। ওই তিনদিন ট্রেন চলবে।

Back to top button
%d bloggers like this: