‘দিল্লি কী ছুটি দেয়? দেয় না, কিন্তু আমি দিই’, ছটপুজোতে ২ দিন ছুটি ঘোষণা করে ফের কেন্দ্রকে তোপ মমতার

ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছট পুজোতে ২ দিনের ছুটি ঘোষণা করেছেন তিনি। সকেই ছুটি নিয়ে ফের একবার মোদী সরকারকে একহাত নিলেন তিনি।
গতকাল, রবিবার কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রথমে তিনি গিয়েছিলেন তক্তাঘাটে। সেখানে ছটপুজোর জন্য শুভেচ্ছা জানান তিনি। গঙ্গার পবিত্রতার কথা বলে তিনি জানান যাতে ছটপুজোয় গঙ্গার পবিত্রতা রক্ষা হয়।
এদিন সেখান থেকেই কেন্দ্রকে কটাক্ষ শানিয়ে মমতা বলেন, “দিল্লি তো ছুটিই দেয় না। আমরা দিই। বাংলায় আমরা সমস্ত উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি থাকবে রাজ্যে। আপনারা জানেন, দিল্লি কিছুতে ছুটি দেয় না। কিন্তু আমরা দিই। ইদ, ছটপুজো সবেতে দিই। সবাই যাতে ভালোভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন, তার জন্য”।
এদিন এরপর তিনি গিয়েছিলেন বাবুঘাট লাগোয়া দইঘাটেও। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে বলে, আমি কেন ছটপুজোতেও আসি। আমি আসব। কারণ, ছটপুজো যাঁদের উৎসব, সেই বিহারি ভাই-বোনেরা আমাদেরই ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আর আমি নিজেও সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব”।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি বারবার সংখ্যালঘু তোষণের অস্ত্র শানিয়েছে। এদিন ছটপুজোর ছুটির কথা বলে বিজেপিকেই পক্ষান্তরে তিনি বার্তা দিয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের। এর পাশাপাশি এদিন মমতা এও বার্তা দিয়েছেন যাতে শহরের সমস্ত ঘাট পরিষ্কার হয়, সেদিকে পুলিশকে নজর দিতে হবে।