ফের বিধ্বংসী আগুন হাওড়ার শিল্পাঞ্চলে, ভয়াবহ অগ্নিকাণ্ড জুটমিলে, পুরেব ছাই কয়েক লক্ষ টাকার মজুত দ্রব্য

ফের ভয়াবহ আগুন হাওড়ার শিল্পাঞ্চলে। সোমবার ভোররাতে বিধ্বংসী আগুন লাগে হাওড়ার ফোরশোর রোডের জুটমিলে। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার পাট। দমকল বাহিনীর তৎপরতায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে। কীভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি।
কী ঘটেছে ঘটনাটি?
সূত্রের খবর, সোমবার ভোর প্রায় ৪টে ৫০ মিনিট হাওড়ার ফোরশোর রোডে জয়শ্রী জুটমিলে আগুন লেগে যায়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। জ্বলতে থাকে জুটমিলের ভিতরে থাকা পাট। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। স্থানীয়রা ঘুম থেকে উঠেই এমন আগুন দেখে হকচকিয়ে যান প্রথমে।
দ্রুত এরপর খবর যায় দমকল বিভাগে। ঘটনাস্থলে প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন আসে। আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হয়। দমকল সূত্রে খবর, মিলের ভিতর প্রায় ২০ কুইন্টাল পাট মজুত ছিল। পাট দাহ্য বস্তু হওয়ায় তা দাউদাউ করে জ্বলতে থাকে। এর ফলে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ে বলে জানান দমকল বাহিনী।
আগুন নিয়ন্ত্রণে আনতে পরে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয়। সকাল ৮টা পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, এর সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এই কয়েক সপ্তাহ আগেই এই হাওড়ার ফোরশোর রোডেরই এক প্লাস্টিক কারখানা ও গুদামে আগুন লেগে যায়। বিশাল ক্ষয়ক্ষতি হয়। গতমাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হাওড়া। বারবার হাওড়ার শিল্পাঞ্চলে এমন আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ আতঙ্কে এলাকাবাসীরা। কারখানাগুলির অগ্নিনির্বাপক যন্ত্রগুলি নিয়েই বারবার উঠছে প্রশ্ন।