রাজ্য

মোদীর ডাকে সাড়া দিলেন মমতাও, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলে রাখলেন তেরঙ্গার ছবি, সঙ্গে কোলাজ ৩০ স্বাধীনতা সংগ্রামীর ছবিও

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকে সাড়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিসপ্লে পিকচার (display picture) বদলে দিলেন তিনি। ডিপি-তে তেরঙ্গার ছবি রাখলেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে কোলাজ করা রয়েছে ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর (freedom fighters) ছবিও। মুখ্যমন্ত্রী নিজের প্রোফাইল পিকচার বদলানোর পর নানান তৃণমূল নেতারাও (TMC leaders) নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি বদলে ফেলেছেন।

গতকাল, শনিবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের ডিসপ্লে পিকচার (ডিপি) পালটে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে রামমোহন রায়, যতীন দাস, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসুদের মতো স্বাধীনতা সংগ্রামীদের ছবির কোলাজ করা রয়েছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, কেন দেশে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবি রাখেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

তেরঙ্গা দেওয়া এই প্রোফাইল পিকচার দিয়ে মমতা বলেন, “ভারত..যেখানে পৃথক বিষয়ের মধ্যেও শোভা পায় বৈচিত্র্য। ভারত..যেখানে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। ভারত..যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের অধিকার বজায় থাকে। হ্যাঁ, এটাই আমাদের ভারত। এই অসাধারণ বৈচিত্র্যপূর্ণ ভূমি নিয়ে কি আমরা গর্বিত নই? আমাদের কাছে ভারত মানে হল একতা। কিন্তু আমাদের চিন্তাধারা আলাদা হতে পারে। আমার সহ-নাগরিকরা, এই মহান দেশ আপনাদের কি ভাবনাচিন্তা”।

বলে রাখি, এই বছর স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষ্যে মোদী সরকারের তরফে পালন করা হচ্ছে ‘অমৃত কা মহোৎসব’ কর্মসূচি। দেশজুড়ে নানান অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পালন করা হবে ৭৫তম স্বাধীনতা দিবস। এই কর্মসূচিরই অন্তর্গত হল ‘হর ঘর তেরঙ্গা’। চলতি মাসের শুরতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানান যাতে সকলে নিজের বাড়িতে ১৩ থেকে ১৫ই আগস্ট তেরঙ্গা উত্তোলন করেন।

শুধু তাই-ই নয়, প্রধানমন্ত্রী এও আর্জি জানান যাতে সকলে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে তেরঙ্গার ছবি রাখেন। চলতি মাসের শুরুতেই নিজের টুইটার প্রোফাইলের ছবি বদলে তেরঙ্গার ছবি রেখেছেন মোদী। এই একই কাজ করেছেন নানান বিজেপি ও কংগ্রেস নেতারাও। নেটিজেনদেরও দেখা গিয়েছে নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলাতে। এবার মোদীর সেই ডাকে সাড়া দিলেন মমতাও।

Back to top button
%d bloggers like this: