রাজ্য

WB Election 2021: বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা

গতকালই ভোটের ঢাকে কাঠি পড়েছে। আর হাতে গুনে ঠিক এক মাস বাকি বাংলায় নির্বাচনের। বিশেষজ্ঞ মহল জানাচ্ছে আগামী দু-একদিনের মধ্যেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে রাজ্যের শাসক দল।

আর এবার সেই প্রার্থী তালিকার দিকেই নজর বাংলার। বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতে বহু নতুন মুখের পাশাপাশি টালিগঞ্জ চলচ্চিত্র জগতের একাধিক তারকারও নামও দেখা যাবে বলেই তৃণমূলের অন্দরের খবর। ২৯৪টি আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এখন শুধু ঘোষণার অপেক্ষা।

বরাবরই প্রার্থী তালিকায় চমক দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটেও প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেসই। বাকিরা যখন ৪২ কেন্দ্রের মুখ খুঁজতে নাকানি চোবানি খাচ্ছে, তখন তৃণমূল কিন্তু প্রতিটি কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল। এবারও বিরোধীদের গতি ততটাই শ্লথ হবে কি না তা তো সময়ই বলবে। 

আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, তৃণমূল তৈরি। শাসকদলের অন্দরের খবর, বিধানসভা নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ১২ জনের যে নির্বাচনী কমিটি তৈরি করেছেন, তাঁদের নিয়ে বৈঠকে বসবেন। এরপরই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।

আরও পড়ুন:WB Election 2021:জিততে বঙ্গ, সর্বশক্তি নিয়ে রাজ্যে আসছে পদ্ম! মার্চে একযোগে রাজ্য সফরে যোগী-শাহ্

একইসঙ্গে তারকাখচিত হতে চলেছে তৃণমূলের প্রার্থী তালিকা বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতে বহু নতুন মুখের পাশাপাশি টালিগঞ্জ চলচ্চিত্র জগতের একাধিক তারকারও  নাম রয়েছে। সেক্ষেত্রে সোহম, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সুদেষ্ণা রায়ের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি শোনা যাচ্ছে সমাজ কর্মী অনন্যা চক্রবর্তীর নামও। তৃণমূলের একটি সূত্রের দাবি, আগামী ৩রা মার্চের মধ্যে যে কোনও দিন প্রকাশ হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা।

Back to top button
%d bloggers like this: