WB Election 2021: বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা

আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, তৃণমূল তৈরি। শাসকদলের অন্দরের খবর, বিধানসভা নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ১২ জনের যে নির্বাচনী কমিটি তৈরি করেছেন, তাঁদের নিয়ে বৈঠকে বসবেন। এরপরই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।
আরও পড়ুন:WB Election 2021:জিততে বঙ্গ, সর্বশক্তি নিয়ে রাজ্যে আসছে পদ্ম! মার্চে একযোগে রাজ্য সফরে যোগী-শাহ্
একইসঙ্গে তারকাখচিত হতে চলেছে তৃণমূলের প্রার্থী তালিকা বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতে বহু নতুন মুখের পাশাপাশি টালিগঞ্জ চলচ্চিত্র জগতের একাধিক তারকারও নাম রয়েছে। সেক্ষেত্রে সোহম, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সুদেষ্ণা রায়ের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি শোনা যাচ্ছে সমাজ কর্মী অনন্যা চক্রবর্তীর নামও। তৃণমূলের একটি সূত্রের দাবি, আগামী ৩রা মার্চের মধ্যে যে কোনও দিন প্রকাশ হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা।