মমতার বিরুদ্ধে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? জল্পনা শুরু হয়েছে একটি পোস্টারকে ঘিরে

বাংলায় শুরু হয়ে গিয়েছে খেলা। ২১ এর নির্বাচনের ঘণ্টা বাজতেই রাজ্যের শাসক বিরোধী দল আরও তৎপর হয়ে উঠেছে ভোট যুদ্ধে। চলছে ঘাসফুল ও পদ্ম ফুলের মধ্যে ক্ষমতা ধরে রাখার ও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার লড়াই। বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূলের মূল বিপক্ষ দল হিসাবে লড়াই করছে বিজেপি। তবে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বিপক্ষে কাকে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়বে সেটাই লাখ টাকার প্রশ্ন।
যদিও প্রথম থেকে বিজেপি দাবি করে এসেছে যে তাঁরা কাউকে সামনে রেখে লড়াই লড়বে না। আর নির্বাচনী লড়াইয়ের মাঝেই এবার নজর কাড়ল দিলীপের ঘোষের একটি পোস্টার। সামনেই আগামী ৭ মার্চ রয়েছে বিজেপির ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশের আগে দিলীপ ঘোষের একটি পোস্টার বাড়িয়ে দিয়েছে জল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের জন্য তৈরি হয়েছে এই পোস্টার। সেই পোস্টারে দেখা যাচ্ছে মোদী ছাড়া একা দিলীপ ঘোষকে। ব্যাকগ্রাউন্ডে বাংলার মানচিত্র ও পদ্মফুলের ছবি।
আর এই পোস্টারেই অনেকেই ভাবতে শুরু করেছে তবে কি এবার দিলীপ ঘোষই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ। সম্ভবত বিজেপির এই ব্রিগেড সমাবেশেই স্পষ্ট হয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি কোন মুখকে ময়দানে নামায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী তা নিয়েই সকলের মনে রয়েছে প্রশ্ন। সেই প্রশ্ন এখনও পর্যন্ত জিইয়ে রেখেছে বিজেপি। বাংলায় প্রথম সভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন বাংলার ভুমিপুত্রই হবেন বিজেপির তরফে মুখ্যমন্ত্রী। তবে শেষমেশ কার নাম আস্মনে আসে সেটাই দেখার।