রাজ্য

‘যারা বাইরে থাকেন, তারাও এসে তৃণমূলে ভোট দিন’, ইদের দিন রেড রোড থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনের বীজ বপন করলেন মমতা

আজ, শনিবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ (Eid)। এদিন রেড রোড থেকে সকলকে ইদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের এই মঞ্চ থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election) নিয়ে কথা বলেন তিনি। নিজের বক্তব্যে তিনি বেশ স্পষ্টভাবেই বুঝিয়ে দেন যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) আসন্ন হলেও তৃণমূলের কিন্তু পাখির চোখ লোকসভা নির্বাচনই।

এদিন ইদের এই মঞ্চ থেকে তাঁর বক্তব্যের বেশীরভাগই ছিল রাজনৈতিক বিষয়ই। বিজেপিকে নিশানা করা তো বটেই, এর পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়েও নানান বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ক্ষমতাচ্যুত করে এক হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি।

এদিন ইদের মঞ্চ থেকে মমতা বলেন, “এক বছর পর নির্বাচন। আপনাদের যত লোক বাইরে কাজ করেন, তাঁরা প্রত্যেকে এসে ভোট দেবেন। সবাইকে ভোট দিতে হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ হয়ে যাবে। ওরা দেশের সংবিধান বদলে দিতে চাইছে। ইতিহাস বদলে দিতে চাইছে”।

এদিনের এই মঞ্চ থেকে ফের বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, “ওরা দেশকে টুকরো করতে চায়। আমরা নিজেদের জীবন দিয়ে দিতে রাজি, তবু দেশ ভাঙতে দেব না”।

মমতার দাবী, এ রাজ্যের সরকারকেও বিজেপির সঙ্গে লড়তে হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গেও লড়াই করতে হচ্ছে সরকারকে। তবে তিনি এও দাবী করেন যে কোনও লড়াই-ই লড়তে কোনও ভয় পান না তিনি। ২০২৪-এর লড়াইতে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেন এদিন মুখ্যমন্ত্রী।

শুধু তাই-ই নয়, এদিন বিলকিস বানোর প্রসঙ্গও টানেন মমতা। বলেন যে বিলকিস বানোর ধ’র্ষ’ণ মামলায় সমস্ত দোষীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তৃণমূল এই বিষয়টাকে ছেড়ে দেবে না বলেই দাবী মমতার। আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। এর পাশাপাশি মমতার বার্তা, তিনি কোনওভাবেই রাজ্যে এনআরসি কার্যকর করতে দেবেন না।

Back to top button
%d bloggers like this: