প্রথমবার টিকিট কাটতেই বাজিমাত! লটারিতে ১ কোটি টাকা জিতে ঘুম উড়ল মহিষাদলের শ্রমিকের, তড়িঘড়ি ছুটলেন থানায়

প্রথম টিকিতেই কেল্লাফতে। কোটিপতি হলে মহিষাদলের কাঞ্চনপুর জালপাই এলাকার বাসিন্দা বিষ্ণুপদ ঘোড়ুই। দেড়শো টাকার টিকিট কেটে লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতলেন তিনি।
কিন্তু লটারির টাকা জিতেও মনে শান্তি নেই বিষ্ণুপদর। সেই কারণে লটারিতে টাকা জেতার খবর পেয়ে আর কোনও ঝুঁকি নেন নি তিনি। পুরস্কারের টাকা পাছে হাতছাড়া হয়ে যায়, সেই ভয়ে রবিবার রাতেই মহিষাদল থানায় ছোটেন বিষ্ণুপদ।
গতকাল, রবিবার সকালে কাজে যাওয়ার সময় মহিষাদলের গাডুহাটায় এক লটারির টিকিট বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন বিষ্ণুপদ। কাজ সেরে বাড়ি ফেরার পথে জানতে পারেন লক্ষ্মী এসে ধরা দিয়েছেন তাঁর কাছে।
সকালে তিনি যে টিকিট কিনেছিলেন তাতেই এক কোটি টাকা জিতেছেন তিনি। এই খবার শুনেই ভয়ে সোজা মহিষাদল থানায় ছুটে যান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর আত্মীয় পরিজনরাও। থানায় গিয়ে কর্তব্যরত পুলিশকে বিষ্ণুপদ তাঁর লটারি পাওয়ার কথা জানান।আর পুলিশের নিরাপত্তার আর্জিও জানান বিষ্ণুপদ।
লটারিতে জেতা টাকা যতক্ষণ না পর্যন্ত তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, ততক্ষণ পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানান বিষ্ণুপদ। রাজ্যে এখন যখন লটারি কাণ্ড নিয়ে তোলপাড় পড়েছে, সেই সময় কারখানার শ্রমিক লটারিতে পেলেন এক কোটি টাকা। এই ঘটনা এখন অবশ্য গোটা রাজ্যে শোরগোল ফেলেছে।