দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, অল্পের জন্য প্রাণ রক্ষা পেল মমতার মন্ত্রীর

আসানসোল থেকে কলকাতা ফিরছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) গাড়ি। হঠাৎই একটি গাড়ি চলে আসে মন্ত্রীর গাড়ির সামনে। আর বেচারাম মান্নার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের পাইলট গাড়িতে (pilot car) ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হয়েছেন মন্ত্রী।
সূত্রের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার সকালে আসানসোলে গিয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না। সকাল সকালই কল্যানেশ্বরী মন্দিরে মন্দিরে পুজো দেন মন্ত্রী। এরপর সুফল বাংলার দুটো বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এরপরই ফিরছিলেন কলকাতায়।
কিন্তু বর্ধমানের জৌগ্রাম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বেচারাম মান্নার গাড়িটি। সূত্রের খবর অনুযায়ী, আচমকাই পাইলট গাড়ির সামনে চলে আসে একটি গাড়ি। ফলে পাইলট গাড়িটি আচমকা ব্রেক কষে। আর সেই কারণেই মন্ত্রীর গাড়িটি গিয়ে ধাক্কা দেয় পাইলট গাড়িটিতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীর গাড়িটি। মন্ত্রী নিজেও জখম হন সামান্য।
জানা গিয়েছে, সিউড়িতে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বেচারাম মান্না। তবে তাঁর চোট খুব একটা গুরুতর নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বটে। কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরক্ষণে তা ঠিক হয়ে যায়।