‘পুলিশকে তুলে আছাড় মারব’, অনুব্রতর মেজাজেই উর্দিধারীদের হুঁশিয়ারি তৃণমূলের বেচারাম মান্নার, তুমুল বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এমন আবহে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যখন বারবার নির্বিঘ্নে ভোট করানোর পরামর্শ দিচ্ছেন, তখন দলের নেতারাই বারবার নানান বিতর্কিত মন্তব্য করে অশান্তি উগড়ে দিচ্ছেন। এবার ফের একবার বিতর্কে রাজ্যের এক মন্ত্রী। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মতো পুলিশকে হুঁশিয়ারি শানালেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। তা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি (BJP)।
গতকাল, রবিবার হুগলির চণ্ডীতলার জয়কৃষ্ণপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সাবওয়ে তৈরির দাবী জানিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রীকে নিজেদের অভিযোগ শোনাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান যে সাবওয়ে তৈরির দাবীতে কান না দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা চওড়া করতে ব্যস্ত। এলাকাবাসীরা সাফ জানান, তারা সাবওয়ের প্রস্তাবিত জায়গায় রাস্তা চওড়া করার কাজ করতে দেবেন না।
এদিন কথাবার্তা চলাকালীন বেচারাম মান্না বলেন, “যেখানে রাস্তার কাজ করছে করুক। তাতে বাধা দেওয়া যাবে না। রাস্তা অবরোধও করা যাবে না। কিন্তু সাবওয়ের জন্য প্রস্তাবিত ১০০ মিটার জায়গায় রাস্তার কাজ করতে এলে তাকে ধরে বেশ করে পিটিয়ে দেবে। বাকিটা আমি বুঝে নেব”।
গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করেন যে মারধরকারীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে। একথা শুনে রেগে যান মন্ত্রী। এরপরই হুঁশিয়ারির সুরে বেচারাম মান্না বলেন, “কাজ বন্ধ করতে গেলে পুলিশ যদি ঝামেলা করে আমি পুলিশকে ধরে আছাড় মারব। এখানেই মারব”।
তাঁর এহেন হুঁশিয়ারি স্বাভাবিকভাবেই বেশ বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক মহলে। একজন মন্ত্রী কীভাবে পুলিশকে হুঁশিয়ারি দিতে পরে, তা নিয়ে ওঠে প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনের আগে মন্ত্রীর এমন হুঁশিয়ারিতে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। এর জেরে বেশ অস্বস্তিতে দল।
বিজেপির দাবী, “পুলিশের সঙ্গে চাকর বাকরের মতো আচরণ করে তৃণমূল। বেচারাম মান্নার মন্তব্যেই তার আরও একবার প্রমাণ মিলল”। তবে বেচারাম মান্নার এহেন মন্তব্যকে বিরোধিতা করা হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মতে, এমন শব্দ ব্যবহার করা উচিত হয়নি। তবে মন্ত্রীর এমন হুঁশিয়ারি নিয়ে রাজ্যে বেশ শোরগোল পড়েছে বৈ কী!