কলকাতা

‘রাজনৈতিক দল বা মতবাদের তাঁবেদারি করছি না, আন্দোলনকারীদের পাশে আছি’, অনশনরত মেডিক্যাল পড়ুয়াদের সমর্থনে কৌশিক সেন

আজ, সোমবার ফের মিছিলের ডাক দিয়েছেন অনশনরত মেডিক্যাল পড়ুয়ারা। অধ্যক্ষ-উপাধ্যক্ষ কলেজে আসা বন্ধ করে দিয়েছেন। এই অবস্থায় মেডিক্যালের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। এবার মেডিক্যাল পড়ুয়াদের সমর্থন করে তাদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন অভিনেতা কৌশিক সেন।

তিনি বলেন, “নির্বাচনের দাবীতে পড়ুয়াদের আন্দোলন। এই আন্দোলন মেনে নিতে চাইছে না কলেজ কর্তৃপক্ষ। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দল বা মতবাদের তাঁবেদারি করছি না। আন্দোলনকারীদের পাশে আছি”। এর আগে অপর্ণা সেনও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছিলেন।

আজ, সোমবার মেডিক‌্যালের পড়ুয়াদের অনশন দ্বাদশ দিনে পড়ল। চিকিৎসক মহল পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়ে রীতিমতো উদ্বিগ্ন। ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের কলকাতা শাখার তরফে গতকাল, রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আবেদন করা হয়েছে যাতে রাজনৈতিক দলগুলি সুকুমারমতি ছাত্রদের মদত দেওয়া বন্ধ করে।

সংগঠনের তরফে সাংসদ ডা. শান্তনু সেন বলেন, “ছাত্ররা একটি দাবী নিয়ে আন্দোলন অনশন করছে। সেই দাবিকে রাজনৈতিক দলগুলি যদি বাইরে থেকে মদত দেয় তা অত‌্যন্ত অবাঞ্ছিত। অনভিপ্রেতও বটে”।

শান্তনুবাবু আরও বলেন, “একজন চিকিৎসক হিসাবে ওদের স্বাস্থ‌্য নিয়ে আমরাও উদ্বিগ্ন। উদ্বিগ্ন সব চিকিৎসক। আইএমএ সংগঠনগতভাবে তাই আমাদের ভাবী ডাক্তারদের জন‌্য প্রশাসনের সঙ্গে আলোচনা করব। কিন্তু এই বিষয়ে রাজনৈতিক দল যত কম মাথা ঘামায় তত মঙ্গল। হঠাৎ কোনও ছেলের শরীর খারাপ হলে একমাত্র তার পরিবারই বুঝতে পারে কী যন্ত্রণা”।

সোমবার অনশনরত মেডিক্যাল পড়ুয়ারা ফের মিছিলের ডাক দিয়েছেন। সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়, “অনশনের জন‌্য কলেজ অধ‌্যক্ষ এবং উপাধ‌্যক্ষ স্বাস্থ‌্যভবনে গিয়ে কাজ করছেন এটা আসলে উপর মহলের কাছে দেখানো যে তাঁরা মানসিক চাপের মধ্যে রয়েছেন। এমন পদক্ষেপ অনভিপ্রেত। তাই ফের মিছিল হবে”।

অন্যদিকে আবার অনশনরত পড়ুয়াদের সমর্থন করা ছাত্রদের একাংশ এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে এই অনশন চলতে পারে না। একটা পথ খুঁজে বের করতেই হবে। ছাত্র সংসদের ভোট যেমন করতে হবে, তেমনই পড়াশোনাটাও করতে হবে। সেই কারণে যত দ্রুত সম্ভব সমস্যার মীমাংসা হওয়া প্রয়োজন।

Back to top button
%d