রাজ্য
Breaking: ভোটে দাঁড়াবেন মিঠুন চক্রবর্তী? উত্তর দিলেন কৈলাস বিজয়বর্গীয়

গত রবিবার ব্রিগেডের সভায় বিজেপিতে যোগদান করেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তারপরেই চারিদিকে জল্পনা উঠেছিল যে তাহলে বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে মিঠুন চক্রবর্তী তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। যদিও আজ শিলিগুড়ি থেকে প্রেস কনফারেন্সে অন্য কথা জানালেন কৈলাস বিজয়বর্গীয়।
আরও পড়ুন – নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!
আজ কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, তারা বিধানসভা নির্বাচনের মিঠুন চক্রবর্তীকে প্রার্থীপদ দিতে চাইলেও মহাগুরু নিজে না করেছেন। তিনি জানিয়েছেন তিনি এই বছর বিধানসভা নির্বাচনে লড়বেন না। সূত্রের খবর, বয়স জনিত শারীরিক অসুস্থতার কারণেই তিনি ভোটে দাঁড়াতে চাইছেন না।